একই পয়েন্ট তবু গোল পার্থক্যের জন্য পেছনে মোহনবাগান

আইএসএলে গতবারের দুই ফাইনালিস্ট আজ ফের মুখোমুখি হয়েছিল ফতোরদার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে। প্রচুর সুযোগ নষ্টের খেসারত দিয়ে এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হলো এটিকে মোহনবাগানকে। তবে মুম্বই সিটি এফসির কাছে পরাজয়ের ধারা এদিন রুখে দিতে পেরেছে হুয়ান ফেরান্দোর দল। তবে ভাগ্য সুপ্রসন্ন থাকলে এদিন এটিকে মোহনবাগান গতবারের চ্যাম্পিয়নদের হারিয়েও দিতে পারতো।

তিনে থাকা কেরালা ও পাঁচে থাকা এটিকে মোহনবাগানের ঝুলিতে রয়েছে ২০ পয়েন্ট করে, দুই দলই ১২টি করে ম্যাচ খেলেছে। ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে হায়দরাবাদ এফসি। দুইয়ে থাকা জামশেদপুরের ১২ ম্যাচে ২২ পয়েন্ট। চারে রয়েছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি, তাদের ২০ পয়েন্ট ১৪ ম্যাচে। তিন থেকে পাঁচ নম্বর দলের পয়েন্ট সমান হলেও গোলপার্থক্যের ফলে পাঁচে রয়েছে ফেরান্দোর দল।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.