Odd বাংলা ডেস্ক: প্রায় ৫০০ বছর আগের ভবিষ্যৎবাণী। অবশেষে সত্যি হওয়ার পথে। প্রত্যেক বছরের শুরুতেই একবার নস্ত্রাদামুসের করা ভবিষ্যৎবাণী আমরা দেখে নিয়ে থাকি। ২০২২ শুরু হওয়ার আগেও আমরা দেখেছিলাম, নস্ত্রাদানুস লিখে গিয়েছেন
আসন্ন বছরে মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া হবে। এর জেরে পৃথিবীর কোনও কোনও অংশে অনাহার দেখা দেবে। থাকবে ক্ষুধার্ত মানুষের ভিড়।
সব চেয়ে আশ্চর্যের কথা এই যে, এই ২০২২ সালে পৃথিবীকে অধিকার করবে রোবট-সভ্যতা। 'আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স' তথা কৃ্ত্রিম বুদ্ধিবৃত্তির রমরমাও তিনি অনুমান করেছিলেন। আজ এলন মাস্ক যা করছেন, তা কী ভাবে অনুমান করলেন নস্ত্রাদামুস?
সব চেয়ে ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী হল-- ইউরোপের যুদ্ধ। নস্ত্রাদামুস বলেছেন, এ বছরে নাকি যুদ্ধ লাগতে পারে পাশ্চাত্যে! তৈরি হতে পারে অর্থনৈতিক সঙ্কট।
অদ্ভুত ভাবে সবগুলোই কিন্তু মিলে গেল। শেষের অনুমানটিও এবার সত্যি হওয়ার পথেই। যুদ্ধের সঙ্গেই হবে মূল্যবৃদ্ধি। মানুষ খেতে মরবে। শুরু হবে হাহাকার। ইতিমধ্যেই শেয়ারবাজারে যা ধস নেমেছে তার প্রভাব সাধারণ মানুষের জীবনেও পড়বে।
Post a Comment