ভারত কোনও পক্ষে নেই, প্রশংসা করলো রাশিয়া

 


রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে এখনো পর্যন্ত ভারত কোনো পক্ষকেই সমর্থন করেনি। ভারতের ঘোষিত অবস্থান হলো, সব পক্ষকেই সংযত থাকতে হবে।  তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন ইউক্রেন আক্রমণের সিদ্ধান্ত নেয়ার পর জাতিসংঘের বৈঠকে ভারত জানিয়েছে, ''এই পরিস্থিতি একটা বড় সংকটের দিকে যেতে পারে। খুব সাবধানে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। না হলে এই অঞ্চলের শান্তি ব্যাহত হবে।'' জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি এই কথা বলেছেন।

তিনি বলেছেন, ''অবিলম্বে উত্তেজনা কমাতে হবে। সকলে যেন তাদের স্বার্থ ভুলে উত্তেজনা কমাবার দিকে নজর দেন।'' তবে এবারও ভারত কোনো পক্ষকে সমর্থন বা সমালোচনার পথে হাঁটেনি।

রাশিয়ার প্রশংসা

ভারতের এই নীতির প্রশংসা করেছে রাশিয়া। রাশিয়ার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রোমান বাবুশকিন বলেছেন, ''ভারত একটা স্বাধীন ও নিরপেক্ষ অবস্থান নিয়েছে। আমরা ভারতের এই অবস্থানকে স্বাগত জানাই।'' তিনি জানিয়েছেন, এই সংঘাতে ভারত কোনো সহযোগী খুঁজে নিক, তা তারা চান না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.