কনডমের প্যাকেট খুলতে আঙুলের ছাপ
ODD বাংলা ডেস্ক: আজকাল ভালোবাসা বলতেই বোঝায় শারীরিক সম্পর্ক। হতে পারে সেটা স্বেচ্ছায় অথবা জোর করে। মানুষের প্রতি মানুষের আসক্তি থাকাটাই স্বাভাবিক। তবে তা মাত্রা অতিক্রম করলেই হয়ে যায় ধর্ষণ। কর্মক্ষেত্র থেকে শুরু করে সর্বত্রই নারীদের যৌন হেনস্থার শিকার হতে হয়। কখনো ভয়ে আবার কখনো লোকলজ্জায় অনেকেই চুপ থেকে যায়। তবে এখন এর থেকে রেহায় পেতে অনেকেই প্রতিবাদ করছেন। চুপ থাকা অনেকেই এগিয়ে এসেছেন এই প্রতিবাদে।
আর সেই প্রতিবাদকে আরো শক্তিশালী করতে উদ্যোগ নিল একটি সেক্সটয় কোম্পানি। এই সংস্থা বাজারে নিয়ে এলো নতুন এক ধরণের কনডম। এই কনডমের প্যাকেট চার আঙুলের ছাপ ছাড়া কোনো ভাবেই খুলবে না। এক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়েরই হাতের ছাপ প্রয়োজন। কনসেন্ট ছাড়া ব্যবহার করা যাবে না এই কনডম।
যার ফলে কোনো ব্যক্তি জোর করে যৌনসঙ্গমে লিপ্ত হতে পারবেন না। এই ব্যবস্থার ফলে নারীরাও নিজেদের রক্ষা করতে পারবেন যৌন লালসা থেকে। এই অভিনব উদ্যোগ স্বস্তি দেবে সকল নারীদের। এতে শারীরিক সম্পর্ক দুজনের সম্মতিতে হবে, সঙ্গে থাকবে মনের আদানপ্রদান। ফলে সমাজে ধর্ষণের মাত্রাও কমে যাবে।
Post a Comment