যৌন জীবনে সুখী নন অধিকাংশ নারী!



 ODD বাংলা ডেস্ক: যৌন জীবন পরিপূর্ণ একটি তৃপ্তির জীবন। তবে এই জীবনে যারা সুখী নয়, বুঝতে হবে তারা অন্য কোনো সমস্যায় ভুগছেন। এদিকে, সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে, যৌন জীবন নিয়ে পুরুষের তুলনায় নারীদের অসুখী হওয়ার হার অনেক বেশি। এমনকি নিজের ভালোবাসার মানুষটির সঙ্গে অবাধ মেলামেশা করেও খুশি হতে পারছেন না অনেক নারী। 

সে সমীক্ষায় আরো বলা হয়েছে, মুখে প্রকাশ না করলেও মনের মধ্যে সেই ক্ষোভ নিয়ে নাকি সংসার জীবন পার করছেন অনেকে। কিন্তু এরকমটা কেন হচ্ছে? কেন অনেক নারী যৌন জীবনে অসুখী ও অতৃপ্ত?


মূলত দাম্পত্যে চাই শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, পরস্পরের সঙ্গে জীবন বিনিময় করার আন্তরিক ইচ্ছা। এসবের কোনো কিছুর অপূর্ণতা থাকলে তৃপ্তি পাওয়া বড়ই দুষ্কর। একই সঙ্গে সুখী ও সুস্থ দাম্পত্য জীবনের জন্য চায় যৌন মিলনে সন্তুষ্টি। কেবল সন্তান জন্ম দেয়াই কিন্তু যৌনতার কাজ নয়, বরং জীবন সঙ্গীকে খুশি করতে পারাটাও যৌন সঙ্গীনির দায়িত্ব। তবে স্বামী বা স্ত্রী যখন পরস্পরের সঙ্গে যৌন মিলনে সন্তুষ্ট থাকেন না, তখনই নেমে আসে দাম্পত্য জীবনে কলহ। সেই সমস্যার কারণে একসময় হারিয়ে যায় ভালোবাসা, আর শুরু হয় পরকীয়া কিংবা ডিভোর্সের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার।


আমাদের আশেপাশে দাম্পত্য জীবনে এই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন অনেকেই, হয়ত লজ্জায় বলতে পারছেন না কাউকে, তাদের জন্যই আজকের এই আলোচ্য বিষয়, যেখানে দাম্পত্য যৌনতার সমস্যাগুলোর সমাধান মিলবে-


কিছু সমস্যার সমাধান নিচে পয়েন্ট আকারে লিপিবদ্ধ করা হলো- যেগুলো হয়ত বড্ড কাজে আসবে আপনার।


বুঝতে না পারা: স্বামী অথবা স্ত্রী; মিলনের সময় কী চাইছেন আপনি? স্ত্রীর শরীর কোন ডাকে সাড়া দিচ্ছে! সে আপনাকে কীভাবে পেতে চাচ্ছে? অথবা তার তৃপ্তি কোথায়? প্রভৃতি প্রশ্নের উত্তর জানা নেই আপনার। অথচ আপনিই তার যৌন তৃপ্তি মেটানোর একমাত্র সঙ্গী। এসব বিষয়ে বুঝতে না পারার কারণে হয়ত তিনি যৌন জীবনে অসুখী হয়ে পড়ছেন। 


কি চাই? সেটা না জানা

অনেক পুরুষ আছে, যারা নিজের চাহিদা ঠিকই বুঝে। কিন্তু স্ত্রীরটা বুঝতে চায় না। কীভাবে যৌনমিলনে স্ত্রীকে খুশি রাখা যাবে, সে ব্যাপারেও জানার আগ্রহ নেই তার। নারীদের যৌন জীবনে অতৃপ্ত থাকার অন্তরালে এটা একটি বিশেষ কারণ। অন্যদিকে নারীদেরও একটি সমস্যা আছে, তারা যে এই মিলনে সুখী নন, সেটিও মুখ ফুটে বলতে চান না। তাই নারীদের চাহিদা মেটাতে গেলে প্রথমে আপনাকে জানতে হবে, কী চাই?


লজ্জা ও সংকোচ

লজ্জা ও সংকোচ দুইটাই বেশি নারীদের। তাই মিলনের ক্ষেত্রে তৃপ্ত না হলেও তিনি চুপ থাকতে পছন্দ করেন। অন্যদিকে এর একটি উপাদানও বিদ্যামান নেই (স্ত্রীর বেলায়) পুরুষদের কাছে। তাই তিনি নিজেরটা আপন মনে আদায় করে ছাড়েন। তাই সমীক্ষায় উঠে এসেছে, যৌন জীবনে বেশি অতৃপ্ত নারী। কারণ লজ্জা ও সংকোচের ফলে তারা আসল কথায়ই বলেন না। 


পুরুষ সঙ্গীর স্বার্থপরতা

অনেক পুরুষ সঙ্গী আছেন, যারা নিজের চাহিদা মেটানো নিয়ে ব্যস্ত থাকেন। যেভাবে এগোলো তিনি নিজেকে পরিপূর্ণ তৃপ্ততা দিতে পারবেন, সেভাবে যৌন চাহিদা ভোগ করেন। অপরদিকে তার স্ত্রীর চাহিদা মিটেছে কিনা! তার কী প্রয়োজন, সে ব্যাপারে তিনি মনযোগী নন। বরং নিজের চাহিদা মিটে গেলে তিনি স্বার্থপরের মতো ঘুমিয়ে পড়েন। মূলত এটাও নারীদের অতৃপ্ত থাকার একটি বড় কারণ।


শারীরিক এবং মানসিক সমস্যা

যৌনতা নিয়ে দীর্ঘ দিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন? অথচ ডাক্তারের কাছে যাওয়ার কথা আসলে, যান না। এই ধরনের বহু নারী রয়েছে এই দেশে। মূলত সঠিক চিকিৎসা ও মানসিক সমস্যার কারণে দিন দিন বিষাদময় হয়ে উঠছে এমনই অনেক নারীর জীবন। যার ফলে তৃপ্ততা দিতে ও নিতে অক্ষম হয়ে পড়ছেন এই ধরনের নারীরা।


যৌনতায় ভয়

অনেক নারীরা যৌনতাকে ভয় পায়, ফলে এই বিষয়টি সম্পর্কে তারা কখনো সহজ মনোভাব পোষণ করেন না। চিরকাল বিষয়টি নিয়ে আড়ষ্টতার মধ্যে থেকে যান। আর এই কারণেই তৃপ্তটা কোথায়? সে ব্যাপারেও অজ্ঞ থেকে যান এই ধরনের নারীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.