মোটা মানুষের শীর্ষ ১০ দেশ



 ODD বাংলা ডেস্ক: বিশ্বব্যাপী মোটা মানুষ আছে হাজার হাজার। কিছু কিছু এলাকা আছে যেখানে অধিকাংশ মানুষই মোটা। স্থূলতা বা মুটিয়ে যাওয়া সমস্যাটি যে দশটি দেশের সাধারণ সমস্যা তা নিচে উল্লেখ করা হলো-

১. কুয়েত: অনুপাতে বিশ্বের সবচেয়ে বেশি মোটা মানুষ বসবাস করেন কুয়েতে। সমীক্ষা অনুযায়ী, দেশটির ৪২.৮ শতাংশ মানুষই মোটা। অসংখ্য ফাস্টফুড-এর দোকান নির্মাণ ও পরিশ্রম কম করার কারণে এ সংখ্যা দিন দিন বাড়ছেই।


২. সৌদি আরব: সমীক্ষা অনুযায়ী, সৌদিতে প্রতি ১০০ জন মানুষের মধ্যে গড়ে ৪০ জন মানুষই মোটা।


৩. মিশর: উত্তর আফ্রিকার এই প্রাচীন রাষ্ট্রে মোটা মানুষের সংখ্যা দেশের মোট জনসংখ্যার ৩৪.৬ শতাংশ।


৪. জর্দান: দেশটিতে মোটা মানুষের সংখ্যা মোট জনসংখ্যার ৩৪.৩ শতাংশ।


৫. সংযুক্ত আরব আমিরাত: দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় ৪৭ লাখ ৯৮ হাজার ৫০০। যার মধ্যে ৩৩.৭ শতাংশ মানুষই মোটা।


৬. দক্ষিণ আফ্রিকা: দেশটিতে মোটা মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। দক্ষিণ আফ্রিকায় বর্তমান মোটা মানুষের সংখ্যা দেশের মোট জনসংখ্যার ৩৩.৫ শতাংশ।


৭. মেক্সিকো: দেশটিতে প্রতি বছরই মোটা মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে মেক্সিকোর মোট জনসংখ্যার ৩২.৮ শতাংশই মোটা।


৮. মার্কিন যুক্তরাষ্ট্র: প্রায় ৩১ কোটি জনসংখ্যার এই দেশটিতে ৩১.৮ শতাংশ মানুষ মোটা।


৯. ভেনিজুয়েলা: দেশটির জনসংখ্যা প্রায় ২ কোটি ৭৮ লাখ। ভেনিজুয়েলায় মোটা মানুষের সংখ্যা দেশের মোট জনসংখ্যার ৩০.৮ শতাংশ।


১০. ত্রিনিদাদ ও টোবাগো: সমীক্ষার ১০ নম্বরে উঠে এসেছে এই দেশের নাম। দেশটি দক্ষিণ ক্যারিবিয়ান সাগরের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এর রাজধানীর নাম পোর্ট অফ স্পেন। এই দেশটিতে মোটা মানুষের বসবাস দেশের মোট জনসংখ্যার ৩০ শতাংশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.