মন ভালো না থাকলে যা করবেন?
ODD বাংলা ডেস্ক: মা মানা করেছিলো অনেকবার! কোন ছেলের সাথে মিশিস না যেন। আজকালকার যুগ যামানা ভাল না। তুমি চুপিচুপি কথা বলেছো তার সাথে। বাবা কতবার বলেছিলো-মা, পড়াশুনা কর। কোন ছেলেকে পা/ত্তা দিসনা এখন। তুমি তাকে পা/ত্তা দিয়েছো। ভাই কড়া করেই বলেছিলো -এখন কিন্তু প্রেম ট্রেম করার বয়স না। দূরে থাক। তুমি প্রেমে পড়েছো।
তা বেশ ভালো কথা। এখন তোমার স্বীকৃত সেই বয়ফ্রেন্ড তোমাকে কোন ছেলে বন্ধুর সাথে কথা (স্বাভাবিক) বলতে দেয়না। তুমি মেনে নাও। তোমায় পড়াশুনা ছাড়তে বললে তুমি ছেড়ে দাও। তোমার স/তীত্ব থেকে শুরু করে ফেবু পাসওয়ার্ড সবই আজ তোমার ঐ বয়ফ্রেন্ডের দখলে।
তুমি মেনে নাও৷
মেয়ে, হার-জি/তের হিসাব বোঝনা? হেরে গেছো। যেদিন থেকে মা, বাবা, ভাই এর থেকে তোমার ওই বয়ফ্রেন্ডকে বেশি মানতে শুরু করেছো; সেদিন থেকেই হারতে শুরু করেছো। প্রেম, ভালোবাসা অবশ্যই খারাপ কিছু না। কিন্তু কোন সম্পর্কে জড়ানোর আগে “সম্পর্ক ” সম্পর্কে ক্লিয়ার কন্সেপ্ট থাকতে হবে।
আজ আমাকে ৫০ হাজার গোলাপ দিয়ে যদি কেউ বলে: নিলু আমি তোমাকে সবথেকে বেশি ভালোবাসি, তোমার মায়ের থেকেও বেশি৷ সিরিয়াসলি, তার মুখ বরাবর তাকাতেও পারব না!
মেয়ে, তোমাকে বুঝতে হবে। কোনটা ভালোবাসা আর কোন টা শুধুই “চাহিদা” বুঝতে হবে। কোনটা শাসন আর কোনটা ব্যক্তিত্বহীনতা বুঝতে হবে। কোনটা জীবন আর কোনটা জীবনের অংশ সেটা বুঝতে হবে।
না বুঝলে, তুমি বরং তাকে “বয়ফ্রেন্ড” ই বল। “ভালোবাসার মানুষ” বলে আর লোক হাসিও না।
Post a Comment