সমুদ্রে স্পিডবোটকে তাড়া করছে জ্বলজ্বল চোখের রহস্যময় প্রাণী
ODD বাংলা ডেস্ক: চারদিকে ঘুটঘুটে অন্ধকার। দূরে কিছু মাছ ধরার নৌকা দেখা যাচ্ছে। এমন সময়ে সমুদ্রে স্পিডবোড চালানো সত্যিই সাহসের ব্যাপার। ঘুটঘুটে অন্ধকারের এমন পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে এক ‘রহস্যময়’ প্রাণী।
ঝড়ের গতিতে চলতে থাকা সেই স্পিডবোটকে তাড়া করছিল সেই প্রাণী। কখনও ডুব দিয়ে, আবার কখনও ভেসে স্পিডবোডটিকে ধরার চেষ্টা করছে প্রাণীটি। ভাঁটার মতো জ্বলজ্বলে চোখের কারণে রাতের অন্ধকারেও সেই প্রাণীটি স্পষ্ট।
ব্রাজিলের রিও গ্রান্ডে ডো সুলের সমুদ্র উপকূলের এক জেলে শিউরে ওঠা এমন এক অভিজ্ঞতার কাহিনি শুনিয়েছেন। তিনি জানান, হঠাৎই তার স্পিডবোটের কাছে জলের জোর ঝাপটার আওয়াজ পান। তার পরই দেখেন একটি ‘রহস্যময়’ প্রাণী তার স্পিডবোটের দিকে এগিয়ে আসছে।
ওই জেলের দাবি, ওই প্রাণীটির চোখ জ্বলছিল। সেটিকে দেখে তিনি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলেন। স্পিডবোটটি নিয়ে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিতেই তার পিছু নেয় সেই রহস্যময় প্রাণী। এত আরও ঘাবড়ে গিয়ে স্পিডবোটের গতি আরও বাড়িয়ে দেন তিনি। কিন্তু আশ্চর্যজনক ভাবে, সেই প্রাণীটিও ওই জেলের পিছনে তাড়া করে।
ভয়ঙ্কর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন তিনি। পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেন। অনেকে এটাকে ডলফিন বলে দাবি করেছেন। কেউ এই ঘটনাকে সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছেন।
Post a Comment