এক সপ্তাহে ২য় বারের মতো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করলো সিরিয়া


 

ODD বাংলা ডেস্ক:  সিরিয়া আবারও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে বলে জানা গেছে। তবে এ হামলায় কতজন হতাহত হয়েছে কিংবা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। খবর আরব নিউজের।


বুধবার (১৬ ফেব্রুয়ারি) আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার দিবাগত রাতে ইসরায়েলি সেনারা সিরিয়ার জাকিয়া শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি থেকে ওই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছিল বলে জানা গেছে। সিরিয়া তাদের নিজস্ব মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এ আক্রমণ প্রতিহত করেছে বলে জানিয়েছে সিরিয়ার সামরিক বাহিনীর ওয়েবসাইট।


এর আগে, চলতি সপ্তাহের শুরুতে একই দিনে সিরিয়ার ওপর পরপর দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি সেনারা। সেবারও নিজেদের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করেছিল সিরিয়ার সামরিক বাহিনী।


উল্লেখ্য, ২০১১ সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। এরপর থেকে মূলত বিভিন্ন আঞ্চলিক সন্ত্রাসীদের সমর্থনে ইসরায়েল সিরিয়ার ওপর মাঝেমধ্যেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.