দীর্ঘ ৬০ বছর পর পর্যটকদের জন্য খুলছে বৌদ্ধ ভিক্ষুদের পথ
ODD বাংলা ডেস্ক: ভুটানে আবারও চালু হচ্ছে ট্রান্স ভুটান পরিক্রমা। বলা যায়, দীর্ঘ ৬০ বছর ধরে পর্যটকরা এই বার্তার অপেক্ষায় ছিলেন! এই পরিকল্পনায় হেঁটে কিংবা দু’চাকায় প্রায় ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবেন পর্যটকরা।
ভুটানের পর্যটন প্রশাসন জানিয়েছে, কয়েক শত বছরের ইতিহাস ফিরিয়ে আনতেই আগামী এপ্রিল থেকে এই যাত্রা শুরু করার পরিকল্পনা নেয়া হয়েছে। নয়টি জেলার ওপর দিয়ে যাওয়া এই দীর্ঘ পথে হিমালয়ের সৌন্দর্য ছাড়াও রয়েছে বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান দর্শনের সুযোগ।
ইতিহাস সমৃদ্ধ এই পথটিতে রয়েছে ১৮টি সেতু, একাধিক তীর্থক্ষেত্র ও একটি জাতীয় উদ্যানও। ঐতিহাসিকভাবে, কয়েকশ' বছর ধরে এটি বৌদ্ধ ভিক্ষুদের যাতায়াতের পথ ছিল। এবার সেই পথেই ভুটান ঘুরে দেখতে পারবেন পর্যটকরা।
সময় থাকলে কিংবা খরচ বাঁচাতে চাইলে দু’চাকার বদলে পায়ে হেঁটেই ঘোরা যেতে পারে এই পথ। যদিও সে ক্ষেত্রে সময় লাগতে পারে এক মাসের বেশি। যারা সংস্কৃতি, আধ্যাত্মিকতা কিংবা ইতিহাসের পিয়াসী, তাদের সাহায্য করবেন স্থানীয় বাসিন্দাদের নিয়ে তৈরি ভ্রমণকর্মীর দল।
Post a Comment