বি নেগেটিভ রক্ত বিরল, হাসপাতালে গিয়ে দান করলেন হৃতিক

 


ODD বাংলা ডেস্ক: তারকারা প্রায়ই তাদের মানবিক গুণ দেখিয়ে বাস্তবের তারকা হয়ে যান। করোনার প্রথম ঢেউয়ের সময় পর্দার খলনায়ক সোনু সুদের বাস্তবের নায়কসুলভ আচরণের খবর অনেকেরই জানা। এবার মানবতার কল্যাণে এগিয়ে এলেন হৃতিক রোশন। নিজের রক্ত দান করলেন তিনি।

‘ওয়ার্ল্ড র‍্যানডম অ্যাক্ট অব কাইন্ডনেস ডে’ পালিত হয় ১৭ ফেব্রুয়ারি। দিনটি উদ্‌যাপন করতেই হৃতিক রোশন এই উদ্যোগ নিলেন। হাসপাতালে রক্তদানের ছবিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।


হৃতিক সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমাকে বলা হয়েছে যে আমার রক্তের গ্রুপ বি নেগেটিভ পাওয়া যায় না বললেই চলে। হাসপাতালে প্রায়ই এই গ্রুপের চাহিদা পড়ে। খুবই গুরুত্বপূর্ণ ব্লাডব্যাংকের ক্ষুদ্র অংশগ্রহণকারী হলাম। কোকিলাবেন হাসপাতালকে ধন্যবাদ, আমাকে এইটুকু অবদান রাখতে সুযোগ দেওয়ার জন্য।’

এরপর হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসককে ধন্যবাদ জানান তিনি। বিশেষভাবে তিনি ভক্তদের প্রশ্ন করেছেন, ‘আপনারা কি জানেন যে রক্ত দান করলে রক্তদানকারীর স্বাস্থ্য ভালো থাকে?’


হৃতিকের এই পোস্ট ভক্তদের মধ্যে সাড়া ফেলবে, তাতে সন্দেহ নেই। তবে হৃতিকের বাবা রাকেশ রোশনও গর্ববোধ করছেন ছেলের এমন কাজে। তিনি মন্তব্য করেছেন এই বলে, ‘তোমাকে নিয়ে আমরা গর্ব করি।’

সম্প্রতি হৃতিক রোশন ও তাঁর কথিত প্রেমিকা সাবা আজাদকে নিয়ে গুঞ্জন চলছে বলিউডে। তাঁদের বিভিন্ন রেস্তোরাঁয়া একসঙ্গে দেখা গেছে। তবে তাঁরা কেউ-ই এই প্রেমের বিষয় এখনো প্রকাশ্যে ঘোষণা দেননি।


হৃতিক এই মুহূর্তে ব্যস্ত জনপ্রিয় তামিল ছবি ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেকের শুটিং নিয়ে। হৃতিককে দেখা যাবে বেদা হিসেবে। আর বিক্রমের চরিত্রে আছেন সাইফ আলী খান। ছবিটি পরিচালনা করছেন পুষ্কার ও গায়ত্রী। ‘বিক্রম বেদা’ মুক্তি পাবে চলতি বছরের সেপ্টেম্বরে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.