স্বর্ণের বার্গার, দাম শুনলে চমকে উঠবেন!

 


ODD বাংলা ডেস্ক: বার্গার খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। এমন অনেক বার্গার প্রেমী আছেন যাদের প্রতিদিনের খাদ্য তালিকায় বার্গার থাকবেই থাকবে। কিন্তু এক বার্গারের দাম যদি হয় ৭৫ হাজার টাকা, তবে তা সত্যি অভাবনীয়। হ্যাঁ, অবাক হলেও সত্যি যে জাপানের এক রেস্তরাঁয় তৈরি করা হয়েছে বিশ্বের সবচাইতে দামী বার্গার। মূলত জাপানের নতুন রাজা প্রিন্স নাহুরিতোর অভিষেক উদযাপন করার জন্যই এই রাজকীয় বার্গার তৈরি করা হয়েছে।     

জাপানের টোকিওর ওক ডোর স্ট্রিকহাউস নামে এক রেস্টুরেন্টের শেফ প্যাট্রিক শিমাদা বিশেষ ধরনের এক বার্গার তৈরি করেছেন। যার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৭৫ হাজার টাকা। এই বার্গার এ বছর জুন মাস পর্যন্ত ওই রেস্তরাঁয় পাওয়া যাবে। এই বার্গারটিকেই বলা হচ্ছে পৃথিবীর সব থেকে দামি বার্গার।


এই বার্গার তৈরির জন্য ব্যবহৃত হয়েছে বিফ প্যাটি, ফয়া গ্রা (হাঁসের লিভার থেকে তৈরি)। এছাড়াও লেটুস, চিজ, টমাটো, পেঁয়াজও রয়েছে এতে। কিন্তু এই বার্গারের সব থেকে দামি উপাদান হল সোনা। বার্গারের ভেতর প্রায় ছয় ইঞ্চি জুড়ে রয়েছে গুঁড়ো সোনার স্তর। এ জন্যই বার্গারটির মূল্য এতো বেশি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.