চুইংগাম কেন চিবোলেও ছেঁড়ে না, ভাঙে না?

 


ODD বাংলা ডেস্ক: চুইংগাম সাধারণত তৈরি হয় সিনথেটিক রাবার বা চিকল (সাদা আঠালো কষ) দিয়ে। এই দুটি উপাদানই মূলত চুইংগামের চর্বণযোগ্যতার নেপথ্যের কারণ।


বারবার চিবোনোর পরও চুইংগাম ছেঁড়ে না বা ভেঙে যায় না এর মূল উপকরণের কল্যাণে। সিনথেটিক রাবার ও চিকল উভয়ই অত্যন্ত নমনীয়। তাই বারবার আঘাত করা হলেও তাদের কাঠামোয় ভাঙন ধরে না।


তবে চিন্তার কারণ নেই। চুইংগাম আমাদের পরিপাকতন্ত্রে সাত বছর ধরে জমা হয়ে থাকে বলে যে গুজবটি আছে, তা সত্য নয়।


আমাদের শরীর যখন বুঝতে পারে যে চুইংগামের নমনীয় উপাদানগুলো আদতে কোনো কাজের নয়, তখন সেগুলোকে শরীরের অন্যান্য বর্জ্যের সঙ্গে একই রাস্তাতেই পাঠিয়ে দেওয়া হয়!


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.