প্রথমবারের মত স্পষ্ট সবকিছু দেখতে পেয়ে আত্মহারা দুধের শিশু
ODD বাংলা ডেস্ক: জন্মগতভাবেই ক্ষীণদৃষ্টি নিয়ে জন্মেছিল একটি শিশু। ফলে চারপাশের অনেক কিছুই ঠিকমতো দেখা হয়ে ওঠেনি তার। সেই সমস্যা সমাধানে চিকিৎসকের পরামর্শে তাকে পরানো হল চশমা। আর সেই চশমা চোখে দিয়ে জীবনে প্রথমবারের মত একেবারে ঝকঝকে পৃথিবী দেখতে পায় সে। প্রথমবারের মত সবকিছু স্পষ্ট দেখার পর শিশুটি আত্মহারা হয়ে ওঠে খুশিতে। তার এত আনন্দ হচ্ছিল যে সে হাসি আর থামাতে পারছিল না। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভাইরাল হগ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ২৮ সেকেন্ডের ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে। শিশু ও তার মা-বাবার এই ভিডিওতে এরইমধ্যেই ২ লক্ষের বেশি ভিউ হয়ে গেছে।
বিভিন্ন নেটিজেনরা নিজেদের আনন্দের মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। কেউ বলছে শিশুটি দারুণ খুশি, ইশ্বর তার পবিত্র হৃদয়কে খুশিতে ভরিয়ে দিন। কেউ আবার লিখেছেন তার হাসি তারা খারাপতম দিনকে আলোয় ভরিয়ে দেবে।
Post a Comment