ডিজিটাল ভিক্ষা নেন তিনি!
ODD বাংলা ডেস্ক: দিন দিন ডিজিটাল টাকা আমাদের জীবনে ব্যাপক গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রযুক্তিকে নিত্যনতুন উপায়ে কাজে লাগাচ্ছে মানুষ। এবার প্রযুক্তির অভিনব ব্যবহার দেখালেন ভারতের বিহার রাজ্যের ভিক্ষুক রাজু প্যাটেল।
রাজু প্রথাগত পদ্ধতিতে ভিক্ষা নেন না। ভিক্ষা নেওয়ার জন্য তিনি ফোনপে নামক একটি ডিজিটাল ওয়ালেট ও অনলাইন পেমেন্ট অ্যাপ ব্যবহার করেন।
রাজুর এই অভিনব ভিক্ষাপদ্ধতিতে মজা পেয়ে অনেকেই তাকে 'ভারতের প্রথম ডিজিটাল ভিক্ষুক' নাম দিয়েছেন। অন্যদিকে আরেকদল লোক বলছে, প্রযুক্তি ও ডিজিটাল জ্ঞান কীভাবে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখছে, রাজু তারই জলজ্যান্ত উদাহরণ।#
একজন টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'এটা একইসঙ্গে ভালো এবং খারাপ। ভালো দিক হচ্ছে, ডিজিটাইজেশন গণমানুষ পর্যন্ত পৌঁছে গেছে। খারাপ দিক হচ্ছে, ভিক্ষাবৃত্তি কমানোর জন্য যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না সরকার, এবং এই পরিস্থিতি থেকে তাদের বের করে আনতে ও তাদের ভবিষ্যতের মঙ্গলের জন্যও কিছু করছে না।'
আরও কয়েকজন টুইটার ব্যবহারকারী জানিয়েছেন, বিহারের বেট্টিয়াহ রেলওয়ে স্টেশনে রাজু বেশ জনপ্রিয় মুখ।
নিজের অভিনব ভিক্ষাপদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা গিতে গিয়ে রাজু এনএনআই-কে বলেছেন, 'অনেকসময়ই খুচরা নেই বলে লোকে ভিক্ষা দিত না। অনেক ভ্রমণকারী বলেছেন, ই-ওয়ালেটের যুগে এখন আর নগদ অর্থ সঙ্গে নিয়ে ঘোরাঘুরির কোনো প্রয়োজন নেই। এ কারণে আমি ব্যাংক অ্যাকাউন্ট এবং ই-ওয়ালেট অ্যাকাউন্ট খুলেছি।'
তিনি আরও বলেন, 'আমি ডিজিটাল পেমেন্ট নিই। এতেই কাজ হয়ে যায়, আমার উদরপূর্তি হয়ে যায়।'
Post a Comment