হাতির দুধ খাচ্ছে তিন বছরের শিশু, ভিডিও দেখে উচ্ছ্বসিত নেটদুনিয়া
ODD বাংলা ডেস্ক: হাতি দেখে বেশিরভাগ মানুষই ভয় পেয়ে যান। ছোটদের ক্ষেত্রেও এর ভিন্ন কিছু ঘটে না। কিন্তু আজকের ঘটনাটি বেশ অবাক করার মতো।
এ যেন ঠিক দুই বন্ধুর গল্প। এক জন আকার-আয়তনে একটু ছোট, আপর জন বিশাল। যে বড়, সে ধীর-স্থির আর ছোট জন চঞ্চল। কিন্তু এই বন্ধুত্বে সবচেয়ে বড় চমকটি হলো, খুদে বন্ধুটি একজন বছর তিনেকের শিশুকন্যা। আর বড় বন্ধুটি হলো প্রকাণ্ড এক হাতি।
নেটমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেলো এমনই দৃশ্য। যেখানে বছর তিনেকের হর্ষিতা বোরা নামক খুদেকে খেলতে দেখা যাচ্ছে বিশালায়তন একটি হাতির সঙ্গে। হর্ষিতার বাড়ি অসমের গোলাঘাট জেলায়। আর তার খেলার সঙ্গী হস্তিনীর নাম বিনু।
ভিডিওতে দেখা যাচ্ছে চঞ্চল হর্ষিতা ছোটাছুটি করছে চারদিকে। মাঝেমধ্যে ছুটে এসে জড়িয়ে ধরছে হাতিটির পা কিংবা শুঁড়। কখনো বা পান করার চেষ্টা করছে স্তন্য। আর ধীর স্থির বিনু সস্নেহে উপভোগ করছে সব কিছুই। রইল মানুষ ও প্রকৃতির অনাবিল মিলনের সেই ভিডিও।
Post a Comment