ইংল্যান্ডে প্রদর্শিত হবে ‘বিটলস’ সদস্যদের ব্যবহৃত বিরল নোটবুক

 


ODD বাংলা ডেস্ক: দ্য বিটলস ব্যান্ডের হিট গানগুলোর হাতে লেখা লিরিক্সসহ বেশ কিছু গানের রেকর্ডিং নোট লেখা একটি নোটবুক প্রদর্শিত হবে ইংল্যান্ডের লিভারপুলের একটি জাদুঘরে।


১৯৬৭ থেকে ১৯৬৮ সালে ব্যান্ড সদস্যদের ব্যবহৃত এই নোটবুকে পল ম্যাককার্টনির লেখা 'হে জুড' গানের লিরিক্সও রয়েছে। এছাড়া আছে 'সার্জেন্ট পেপারস লোনলি হার্টস ক্লাব ব্যান্ড' গানের কিছু অংশ এবং 'অল ইউ নিড ইজ লাভ' গানের জন্য জর্জ হ্যারিসনের রেকর্ডিং নোট।


নোটবুকে জন লেনন, পল ম্যাককার্টনি, জর্জ হ্যারিসন এবং রিঙ্গো স্টার এর আঁকা ডুডলও রয়েছে।


বিটলস স্টোরি মিউজিয়ামের একটি প্রেস বিবৃতি অনুসারে, নোটবুকটি ব্যান্ডের ট্যুর ম্যানেজার মাল ইভান্সের সংগ্রহে ছিল।


১৯৭৬ সালে মাল ইভান্সের মৃত্যুর পর নোটবুকটি তার স্ত্রী লিলি ইভান্সের সংগ্রহে ছিল। ১৯৯৮ সালে তিনি এটি নিলামে তোলেন। সেসময় লিভারপুলের এক ব্যবসায়ী সেটি কিনে নেন বলে সিএনএনকে জানিয়েছে মিউজিয়াম কর্তৃপক্ষ।


১৯৬৩ সাল থেকে বিটলসের ট্যুর ম্যানেজারের দায়িত্ব পালন করেন ইভান্স।


১৯৬০ সালে লিভারপুলে গঠিত হওয়া বিটলস ব্যান্ডের ব্যপ্তি বেশ কম সময়ের। মাত্র ১০ বছরেই বিশ্বজুড়ে অসংখ্য ভক্তের মনে জায়গা করে ব্যান্ডের হিট কিছু গান।


গ্র্যামি অ্যাওয়ার্ড ওয়েবসাইট অনুসারে, 'বিলবোর্ড হট হান্ড্রেড' চার্টে সবচেয়ে বেশিবার (২০ বার) শীর্ষস্থান অর্জন করে বিটলসের গান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.