চোখ থেকে বেরিয়ে এলো ২ সেন্টিমিটারের মাছির লার্ভা



 ODD বাংলা ডেস্ক: মার্কিন এক নারীর চোখ, ঘাড় এবং বাহু থেকে ২ সেন্টিমিটার আকৃতির তিনটি জীবিত মাছির লার্ভা বের করা হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) দিল্লির ফোর্টিস হাসপাতালে অপারশেন করে এগুলো বের করা হয়।


হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ডা. মোহাম্মদ নাদিম বলেন, ’এটা খুবই বিরল কেস। দুমাস আগে তিনি আমাজনের জঙ্গলে ঘুরতে গিয়েছিলেন। তিনি যেহেতু আমাজনে ঘোরাঘুরি করেছেন তাই তার দেহের বিভিন্ন অংশে বাইরে থেকে কোনো সংক্রমণ ঘটে থাকতে পারে এমনটাই সন্দেহ করা হচ্ছিল। পরবর্তীতে তা শনাক্ত হয় এবং সার্জারি বিভাগের ডা. নারোলা ইয়াঙ্গার সফলভাবে ওই নারীর দেহের বিভিন্ন অঙ্গ থেকে তিনটি মাছির লার্ভা বের করতে সক্ষম হন। এর মধ্যে একটি বের করা হয়েছে চোখের ডান পাতার ভেতর থেকে, একটি ঘাড় থেকে এবং বাকি একটি তার হাতের বাহু থেকে।’


৩২ বছর বয়সী মার্কিন ওই নারী বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতে পর্যটক হিসেবে আছেন। তিনি বলেন, ’কিছুদিন আগে আমাজন বনে ঘুরতে গিয়েছিলাম। এই ঘুরতে যাওয়াটাই যে কাল হবে সেটা ঘুণাক্ষরেও মনে আসেনি। গত ৬ সপ্তাহ ধরে চোখের পাতার ভেতরে কোনো কিছুর নড়াচড়া অনুভব করছিলাম। ডান চোখের ওপরের পাতা ফুলে লাল হয়ে গেছে এবং অস্বস্তি লাগছিলো।’


এর আগে আমেরিকা এবং আফ্রিকার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে এ ধরনের কেস শনাক্ত হয়েছে। অপরদিকে ভারতে বেশিরভাগ গ্রামাঞ্চলে বিশেষ করে শিশুদের মধ্যে এ ধরনের কেস বেশি দেখা যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.