চোখের পানি মধু ভেবে খাচ্ছে মৌমাছি!
ODD বাংলা ডেস্ক: পৃথিবীতে অনেক অদ্ভুত ঘটনাই ঘটে যা অবিশ্বাস্য হলেও সত্যি। চোখ, কান কিংবা মলদ্বার থেকে পোকা বেরোচ্ছে এমন খবর আগেও শোনা গেছে। কিন্তু চোখের জলকে মৌমাছিরা মধু ভেবে খাচ্ছে, এমনটা অবাক হওয়ার মতোই। যদিও জানা আছে যে চোখের জলের স্বাদ নোনতা হয়। তারপরও এমন কান্ডই ঘটেছে তাইওয়ানে।
তাইওয়নের ২৯ বছর বয়সী এক মহিলার সঙ্গেই এই ঘটনাটি ঘটেছে। ওই মহিলা দীর্ঘদিন ধরে চোখের ইনফেকশনে ভুগছিলেন। একদিন ঘুম থেকে উঠে দেখেন চোখের নিচে চারটি মৌমাছি বসে আছে। আর তার চোখের পাতা ফুলে খুব ব্যথা হচ্ছিলো।
তিনি তখন এই কষ্ট থেকে রক্ষা পেতে চিকিৎসকের কাছে যান। চিকিৎসক প্রথমে এই ঘটনায় খুব অবাক হলেও চিকিৎসা করতে গিয়ে তিনি নিজেই গবেষণা শুরু করেন। তখন তিনি জানতে পারেন, স্থানীয় পেয়ারা গাছে ওই মৌমাছিদের বাস। এদের লালা থেকেই ইনফেকশন ছড়ায়। এরা কামড়ায় না, তবে নিজেদের আঠা খেতেই মানুষের চোখের জলের উপর এদের এতো লোভ। আর এই মৌমাছির লালার থেকে যে ইনফেকশন হয়, তাতে চোখে খুবই ব্যথা হয়। তাই এরকম সমস্যার সমাধান হলো, বারবার জল দিয়ে চোখ ধুতে হবে। নইলে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
Post a Comment