সংসদে যেকোনো পোশাক পরতে পারলে হিজাবে সমস্যা কিসের: উর্ফি জাভেদ

 


ODD বাংলা ডেস্ক: কর্ণাটকের স্কুল-কলেজে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে গোটা ভারত এখন উত্তাল। হিজাব বিতর্ক নিয়ে দেশটির রাজনীতিবিদ থেকে শুরু করে বলিউডের তারকারা মুখ খুলছেন। এবার এই তালিকায় নাম লেখিয়েছেন দেশটির বিতর্কিত অভিনেত্রী উর্ফি জাভেদ।


বিগ বসে অংশ নিয়ে সবার নজরে এসেছিলেন উর্ফি জাভেদ। আপত্তিকর পোশাক ও অশ্লীল মন্তব্যের জন্য আলোচনায় থাকেন তিনি। এবার ভারতে চলমান হিজাব বিতর্ক ইস্যু নিয়ে কথা বলেছেন তিনি।


তিনি বলেন, মেয়েরা কী পরবে বা পরবে না, এটা তাদের স্বাধীনতা। আমাদের এত দিনের লড়াই হিজাব পরার বিরুদ্ধে নয়। বরং মেয়েরা যাতে স্বাধীনভাবে তাদের পছন্দমতো পোশাক পরতে পারে, তার পক্ষে। স্কুলে হিজাব পরলে সমস্যা কীসের? সংসদে যদি ইচ্ছেমতো পোশাক পরা যায়, তা হলে অন্য জায়গায় সমস্যা কী?


তিনি আরও বলেন, আমি কোনো কিছুরই বিপক্ষে নই। আমায় দেখে কি মনে হয় কেউ কোনো রকম পোশাক পরলে আমি তার বিরোধিতা করতে পারি?


এর আগে মুসলিম পরিবারে জন্ম নেওয়ায় নিজের পছন্দমতো পোশাক পরতে পারেননি বলে দাবি করেছিলেন তিনি। সে সময় তিনি বলেছিলেন, জিন্স পরায় নিষেধাজ্ঞা ছিল। বুক ঢাকতে হত ওড়নায়। বাধা পেতে পেতে আমি আজ এই জায়গায় পৌঁছেছি। এখন পোশাকের বিষয়ে কারও বারণ মানতে রাজি নই আমি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.