কর্ণাটকে কপালে সিঁদুরের তিলক থাকায় শিক্ষার্থীকে কলেজে ঢুকতে বাধা



ODD বাংলা ডেস্ক: হিজাব নিয়ে ভারতের কর্ণাটকের উত্তাপ এখন সারাদেশেই ছড়িয়ে পড়েছে। কর্ণাটকের কলেজে হিজাব নিষিদ্ধ করা হয়েছে। এবার রাজ্যটির ইন্ডি টাউনে নতুন সমস্যা দেখা দিয়েছে। হিন্দু ছাত্রীদের সিঁদুরের তিলক মুছে কলেজে প্রবেশ করতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে উত্তাজনা ছড়িয়ে পড়েছে।


কলেজে প্রবেশের সময় এক শিক্ষার্থীকে বাধা দেন শিক্ষক। তিনি বলেন, কপালের তিলক মুছে কলেজে প্রবেশ করতে হবে। হিজাব ও গেরুয়া ওড়না যে সমস্যা হচ্ছে সেটা সিঁদুরের তিলক নিয়েও হতে পারে। কলেজে এসব চলবে না।


ভারতের গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, একপর্যায়ে এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীর বাগবিতণ্ডা শুরু হয়। তবে শেষ পর্যন্ত তিলক মুছেই কলেজে ঢোকেন ওই ছাত্রী। তবে এ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে অনেক দূর।


এর আগে গত ৫ ফেব্রুয়ারি এক নির্দেশনায় রাজ্য সরকার জানায়, হিজাব বা গেরুয়া চাদর পরে শিক্ষাপ্রতিষ্ঠানে ঢোকা যাবে না। প্রায় একই আদেশ দিয়েছেন হাইকোর্ট। তারা বলেছেন, ধর্মীয় চিহ্ন ব্যবহার করে কেউ শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবেন না।


হিজাব বিতর্কের নেপথ্য মুসলিম শিক্ষার্থীরা কৌঁসুলি আদালতে চ্যালেঞ্জ জানিয়ে বলেন-সিঁদুর, শাঁখা, পাগড়ি, রুদ্রাক্ষের মতো হিজাব পরাও ধর্মীয় প্রথা। পরে এই মামলা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন কর্নাটক হাইকোর্ট।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.