কেন ছাঁটাই হলেন Wriddhiman Saha? চমকে দেওয়া মন্তব্য করলেন Rahul Dravid

 


ODD বাংলা ডেস্ক:  ঋদ্ধিমান সাহা-কে এই মুহূর্তে তোলপাড় ভারতীয় ক্রিকেট। তাঁকে ভারতের টেস্ট দল থেকে ছেঁটে ফেলার পর বিতর্ক থামার নাম নেই। বরং একনাগাড়ে বেড়েই চলেছে। তাই ওয়েস্ট ইন্ডিজকে একদিনের সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজে চুনকাম করে দেওয়ার পরেও, সবাই পাপালিকে নিয়েই পরে রয়েছেন। আর সেইজন্য এ দিন সিরিজ জেতার পর সাংবাদিক সম্মেলনে এসেও হেড কোচ রাহুল দ্রাবিড়কে সদ্য প্রাক্তন বানিয়ে দেওয়া উইকেটকিপারকে নিয়ে প্রশ্নের বাউন্সার হজম করতে হল। 


ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন শুরু হতেই হেড কোচের দিকে ঋদ্ধিকে ছেঁটে ফেলা নিয়ে প্রশ্ন করা হয়। জবাব যেন রাহুলের কাছে তৈরি করা ছিল। তিনি একনাগাড়ে বলেন, "আমাদের আলোচনা ও প্রচারমাধ্যমকে জানালেও আমি আহত নই। ভারতীয় দলে ঋদ্ধির অবদান, ওর পারফরম্যান্সের জন্য আজীবন সম্মান জানিয়ে যাব। তবে আমি কিন্তু দলের ভবিষ্যতের কথা ভেবে ঋদ্ধিকে পরামর্শ দিয়েছিলাম। কারণ আমার মনে হয় ঋদ্ধি সততা ও স্বচ্ছতা প্রত্যাশা আশা করে। ওর সত্যি জানা দরকার। তবে ঋদ্ধি নয়, আমি সব ক্রিকেটারদের সঙ্গে খোলামেলা আলোচনা করি। এটাই আমার নীতি। কিন্তু আমার সব কথা যে একজন ক্রিকেটারের ভাল লাগবে এর কোনও কারণ নেই। কিন্তু কথা তো বলতেই হবে। কঠিন সত্য হলেও আলোচনা প্রয়োজন। কার্পেটের তলায় সত্য লুকিয়ে রাখা যায় না।" 


জি ২৪ ঘণ্টাকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল দ্রাবিড়ের সঙ্গে কী আলোচনা হয়েছিল সেটা জানিয়ে ছিলেন ঋদ্ধি। পাপালি বলেছিলেন, "দক্ষিণ আফ্রিকায় সিরিজ হারের পর রাহুল ভাই আমাকে আলাদা ভাবে একটা ঘরে ডেকে নিয়ে যায়। সেই সময় আমি ভেবেছিলাম সেই সিরিজে খেলাতে পারেনি বলে কিছু হয়তো বলবেন। কিন্তু ওঁর কথা শোনার পর আমি তো আকাশ থেকে পড়েছিলাম। রাহুল ভাই আরও বলেছিল, ‘কীভাবে তোমাকে কথাটা বলব বুঝতে পারছি না। জাতীয় নির্বাচকরা অনেকদিন ধরেই নতুন উইকেটকিপারকে দলে নেওয়ার চিন্তা করছিল। তোমার অভিজ্ঞতা রয়েছে, বয়স কিংবা ফিটনেস কোনও ইস্যু নয়। ৪০টি টেস্ট খেলার পরেও তোমাকে বসে থাকতে হচ্ছে। এটা দেখে খারাপ লাগে। তবে টিম ম্যানেজমেন্ট নতুন রক্ত চাইছে। তাই শ্রীলঙ্কা সিরিজে তুমি দলে না থাকলে প্লিজ মন খারাপ করো না। বরং চাইলে অন্য সিদ্ধান্ত নিয়ে নিতে পারো!" 


ঋদ্ধির কথাকে সিলমোহর দিয়ে রাতের দিকে রাহুল ফের যোগ করলেন, "আমি সবসময় আলোচনায় বিশ্বাসী। সেই জন্য প্রতি ম্যাচের প্রথম একাদশ বেছে নেওয়ার আগে সবার সঙ্গে আলোচনা করি। অনেকে প্রথম একাদশে সুযোগ না পেলে হতাশ হয়। এটাই স্বাভাবিক। কিন্তু এটাও তো বুঝতে হবে যে ঋষভ পন্থ ইতিমধ্যেই নিজেকে তৈরি করে ফেলেছে। ও এই মুহূর্তে দলের এক নম্বর উইকেটকিপার-ব্যাটার। কিন্তু এতে ঋদ্ধির প্রতি আমার ভালবাসা কিংবা সম্মান একফোঁটাও কমেনি। মাঝেমধ্যে মনে হয় ক্রিকেতারদের সঙ্গে আলোচনা করব না। কিন্তু দেশের ক্রিকেটের স্বার্থে, সেই ক্রিকেটারের ভবিষ্যতের কথা ভেবে আলোচনা তো করতেই হবে।" 


রাহুল দ্রাবিড় আক্ষরিক অর্থে ভদ্রলোক। তাই তো ঋদ্ধির জন্য চিরতরে জাতীয় দলের টেস্ট দলের দরজা বন্ধ হয়ে গেলেও, সেটা বেশ গুছিয়ে বলে দিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর যে কথাগুলো তিনি ঋদ্ধিকে আকারে ইঙ্গিতে বোঝাতে চেয়েছিলেন, সেটাই পুনরায় বলে গেলেন। তাও আবার ঋদ্ধির শহরে। ঋদ্ধির ইডেন গার্ডেন্সে দাঁড়িয়ে। 


তবে রাহুল তাঁর মতামত জানালেও বিসিসিআই সভাপতি এই ইস্যু নিয়ে একেবারে মাথাঘামাতে রাজি নন। তাই তো রাতের দিকে ইডেন ছাড়ার সময় তাঁকে প্রশ্ন করতেই অল্প কথায় বলে দিলেন, "আমি কী বলব! যা বলার নির্বাচকরা বলবে।" 


ঋদ্ধির জন্য ভারতীয় টেস্ট দলের দরজা বন্ধ হয়ে গিয়েছে। সেটা শনিবার বোঝা গিয়েছিল। রবিবার কলকাতায় দাঁড়িয়ে সেটা নিয়ে সিলমোহর দিয়ে দিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.