করণ জোহরকে লকআপে পুরতে চান কঙ্গনা, আর কে কে রয়েছেন নায়িকার হিটলিস্টে?
ODD বাংলা ডেস্ক: কঙ্গনার সঙ্গে করণ জোহরের দ্বৈরথের কথা সকলেরই জানা। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে নায়িকা বলেন যে, তিনি করণ জোহরকে লকআপে পুরতে চান।
শুধু করণই নয়, কঙ্গনার হিটলিস্টে রয়েছেন খোদ বিগ বি অমিতাভ বচ্চন।
নায়িকা লকআপে পুরতে চান আমির খানকে। যেখানে জীবনের সব সিক্রেট খোলসা করতে বাধ্য হবেন আমির।
কঙ্গনার তালিকায় রয়েছেন বন্ধু একতা কাপুরও।
কঙ্গনার নতুন শো লক আপ, সেখানে একমাসের জন্য জেলে রাখা হবে ১৬ জন বিতর্কিত সেলিব্রিটিকে। কঙ্গনা কাকে কাকে জেলে ভরতে চান সেকথা জিগেস করাতেই চারটি নাম উঠে আসে।
তবে শুধু বলিউডের তারকাই নয়, কঙ্গনা জেলে পুরতে চান কিছু রাজনৈতিক নেতাকেও। তাঁদের নাম অবশ্য বলেননি নায়িকা।
Post a Comment