জঙ্গলে ছেড়ে দেওয়ার পর শিম্পাঞ্জির অবিশ্বাস্য প্রতিক্রিয়া!
ODD বাংলা ডেস্ক: আফ্রিকার কঙ্গোতে বন্যপ্রাণী শিকার ও কেনাবেচার অবৈধ ব্যবসায়ের শিকার হয়েছিল 'উন্ডা' নামের এই শিম্পাঞ্জিটি। মায়ের কোল থেকে তাকে ছিনিয়ে নেয় শিকারীরা। কিন্তু শেষ মুহূর্তে এসে উদ্ধার করা হয় এটিকে। উদ্ধারের পর তাকে 'উন্ডা' নাম দেওয়া হয়, কারণ এই নামের অর্থ 'মৃত্যুর খুব কাছাকাছি'। যেহেতু উন্ডাও মৃত্যুর হাত থেকেই ফিরে এসেছে, তাই এই নামকরণের সার্থকতা রয়েছে বলা যায়।
জেন গুডল ইনস্টিটিউট রিহ্যাবিলিটেশন সেন্টার ফর শিম্পাঞ্জিস-এ যখন উন্ডাকে নিয়ে আসা হয়, তখন তার অবস্থা ছিল খুবই ভঙ্গুর। সারা গায়ে আহত দাগ নিয়ে বেঁচে থাকার জন্য লড়াই করছিলো শিম্পাঞ্জিটি।
কিন্তু পুনর্বাসন কেন্দ্রে সর্বোচ্চ সেবাই পেয়েছে উন্ডা। কেয়ারটেকার ও সংশ্লিষ্ট কর্মীদের চেষ্টায় ধীরে ধীরে সেরে উঠে উন্ডা। সাধারণত পুনর্বাসিত শিম্পাঞ্জিরা আর কখনও বনে ফিরে যেতে পারেনা। কিন্তু উন্ডা'র কেয়ারটেকার তা চাননি।
সেরে ওঠার পর শিম্পাঞ্জিটিকে শিনজুলু'র প্যারাডাইস দ্বীপের জঙ্গলে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এটি শিম্পাঞ্জিদের জন্য তৈরি একটি অভয়ারণ্য, যেখানে বিপজ্জনক অবস্থা থেকে উদ্ধারকৃত শিম্পাঞ্জিদের আশ্রয় দেওয়া হয়।
ডা. জেন গুডল উন্ডার এই যাত্রায় সঙ্গী হন। আগে কোনোদিন না দেখা সত্ত্বেও, তাৎক্ষণিকভাবে ডাক্তার জেন এর সাথে অন্তরঙ্গ হয়ে যায় উন্ডা। জেন শিম্পাঞ্জিটিকে মায়া-ভালোবাসা দিয়ে জয় করে নেন। কিন্তু অবশেষে যখন এটিকে অবমুক্ত করার সময় আসে, শিম্পাঞ্জিটির প্রতিক্রিয়া ছিল আজীবন মনে রাখার মতো!
উন্ডার অভূতপূর্ব প্রতিক্রিয়া প্রাণীর প্রতি আপনার ভালোবাসা কয়েক গুণ বাড়িয়ে দিতে বাধ্য! খাঁচা থেকে অবমুক্ত করার পর উন্ডার ঠিক সামনেই ছিল বনের পথ। কিন্তু বের হয়েই উন্ডা প্রথমে সেই নারীকে ধন্যবাদ জানায়, যে কিনা তার জীবন বাঁচিয়েছে। এরপর ডা. জেন এর দিকে ঘুরে তাকায় সে। এক লাফে খাচার উপর উঠে দূর দিগন্তে বনের ভেতরে তাকায় সে, দেখতে পায় স্বাধীনতার পথ! তারপর আবারও জেনে'র দিকে তাকিয়ে তাকে আলিঙ্গন করে কিছুটা সময়। ডা. জেন গুডল এই মুহূর্তটিকে তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত বলে আখ্যা দিয়েছেন।
এরপর শিনজুলুর অভয়ারণ্যে নিজের নতুন জীবনের দিকে পা বাড়ায় উন্ডা। জানা যায়, অভয়ারণ্যে থাকা অন্যান্য শিম্পাঞ্জিরাও সাদরে বরণ করেছে উন্ডা'কে; একটি আলফা ফিমেল প্রজাতি হিসেবে মায়া ও সম্মান দিয়েছে তাকে।
উন্ডা ও অভয়ারণ্যের অন্যান্য মেয়ে শিম্পাঞ্জিকে জন্ম নিয়ন্ত্রক ইমপ্ল্যান্ট দেওয়া সত্ত্বেও, ২০১৬ সালে একটি ফুটফুটে, সুন্দর বাচ্চা জন্ম দেয় উন্ডা। উন্ডা'র মতো আরও অসংখ্য শিম্পাঞ্জির জন্য এই অভয়ারণ্যগুলো 'জীবনের দ্বিতীয় সুযোগ'; যেখানে শিকারীর ভয়াল থাবা থেকে নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারে তারা।
Post a Comment