ফেসবুকে মেয়ের নগ্ন ছবি দেখেই হার্ট অ্যাটাক মা-বাবার

 


ODD বাংলা ডেস্ক:  ধার-দেনা করে মেয়েকে স্মার্টফোন কিনে দেন অনলাইনে ঠিকমতো ক্লাস করার জন্য। এমনকি আলাদা ঘরও দেওয়া হয়েছিল তাকে। কিন্তু সেই ফোন ব্যবহার করে ১৫ বছরের স্কুল পড়ুয়া মেয়ে সামাজিক মাধ্যমে নগ্ন ছবি পোস্ট করে। ফেসবুকে মেয়ের সেসব ছবি দেখে হার্ট অ্যাটাক হয় মা-বাবার।

ভারতের গুজরাটের আহমেদাবাদ শহরে এই ঘটনাটি ঘটেছে। 


মূলত কিশোরীর নগ্ন ছবি দেখে স্বজনরা তার বাবা-মাকে জানায়। এরপর তারা সেসব দেখা মাত্রই হার্ট অ্যাটাক করে। এরপর মনোবিদের দ্বারস্থ হয় ওই কিশোরীর পরিবার। মনোবিদরা কিশোরীকে বুঝিয়ে বলেন, এই ধরনের ছবি পোস্ট করা সাইবার অপরাধ।


মেয়েটির পরিবার জানায়, মেয়েরপড়াশোনায় সুবিধার জন্য আলাদা ঘর দেওয়া হয়েছিল তাকে। কিন্তু একা থাকার সুযোগেই বখে যায় কিশোরী মেয়েটি। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি পোস্ট করা শুরু করে সে। পাশাপাশি চাচাতো বোনদের এই নিয়ে উৎসাহিত করেছিল সে।


শেষ পর্যন্ত ওই কিশোরী কথা দেয়, এর পর থেকে অভিভাবকদের সামনেই স্মার্টফোন ব্যবহার করবে সে। এ ছাড়া এত দিন যেসব ছবি সে পোস্ট করেছে, সেইসব সরিয়ে ফেলবে অনলাইন থেকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.