পেট কেটে বের করা হলো এক কেজি পেরেক আর নাট-বল্টু!

 


ODD বাংলা ডেস্ক: লিথুয়ানিয়াতে এক ব্যক্তির পেট থেকে এক কেজির বেশি নাট-বল্টু, পেরেক ও ছুরি বের করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে উঠে এসেছে এ তথ্য।


একসময় নিয়মিত মদ্যপান করা সে ব্যক্তি মদ ছাড়ার পর এক মাস ধরে ধাতব বস্তু গিলেছেন বলে জানান চিকিৎসকরা।


লিথুয়ানিয়ার এলআরটি পাবলিক ব্রডকাস্টারের মতে, অস্ত্রোপচারের সময় উদ্ধার করা ধাতব বস্তুগুলো ১০ সেন্টিমিটার (৪ ইঞ্চি) পর্যন্ত লম্বা ছিল।


বাল্টিক উপকূলীয় শহর ক্লাইপেডাতে অবস্থিত ক্লাইপেডা ইউনিভার্সিটি হাসপাতালে (কেইউএইচ) দীর্ঘ তিন ঘণ্টা অস্ত্রোপচারের পর বিভিন্ন আকারের এসব ধাতব বস্তু এবং কণা অপসারণ করা হয়। অস্ত্রোপচারকারী সার্জন সারুনাস ডেইলিডেনাস এটিকে একটি 'অনন্য কেস' বলে অভিহিত করেছেন।


লিথুয়ানিয়ান ভাষায় লেখা তার এক আর্টিকেলে ধাতব বস্তুতে ভরা একটি সার্জিক্যাল ট্রের ছবি প্রকাশ করা হয়েছে।


পেটে তীব্র ব্যথা অনুভূত হলে অ্যাম্বুলেন্সে করে লোকটিকে হাসপাতালে আনা হয়। পরবর্তীতে এক্স-রের মাধ্যমে তার পেটে ধাতব বস্তুর উপস্থিতি লক্ষ্য করা যায়।


তবে, তিনি এখন স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানা গেছে। হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.