বসন্ত পঞ্চমী'তেই কেন পুজো? দেবী সরস্বতীকে নিবেদন করুন এই ৫ জিনিস, ফলাফল হবে শুভ

 


ODD বাংলা ডেস্ক: শনিবার 'বসন্ত পঞ্চমী'। শাস্ত্র মতে এই দিনে দেবী সরস্বতী আবির্ভূত হয়েছিলেন। তাই প্রতিবছর 'বসন্ত পঞ্চমী'তেই হয় বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা। এখন 'বসন্ত পঞ্চমী'তে সরস্বতীর আরাধনায় দেবীর চরণে নিবেদন করুন এই ৫টি জিনিস। তাতে শুভ ফলাফল পেতে পারেন আপনি। 


সরস্বতীর আরাধনা

কোন ৫ জিনিস? ১) 'বসন্ত পঞ্চমী'র সঙ্গে জড়িয়ে রয়েছে হলুদ রঙের যোগ। হলুদ রঙের জিনিস দেবী সরস্বতীর খুব প্রিয়। তাই এই দিন দেবী সরস্বতীকে হলুদ রঙের বস্ত্র অর্পণ করুন।

দেবীকে খুশি করে

২) দেবী সরস্বতীর চরণে হলুদ বা সাদা ফুল নিবেদন করা উচিত। কথিত আছে, এটা দেবীকে খুশি করে।

  

স্মৃতিশক্তি বাড়ায়

৩) দেবী সরস্বতীকে খাগের কলম ও বই অর্পণ করুন। বলা হয়, এটি বুধ গ্রহকেও শক্তিশালী করে, যা আপনার স্মৃতিশক্তি বাড়ায়। এরপর আপনি ওই কলম-বইগুলি ব্যবহার করুন।

  

সম্পদ বৃদ্ধি

৪) সরস্বতী দেবীকে হলুদ চন্দন ও জাফরানের তিলক লাগান। কথিত, এতে আপনার জ্ঞানের সাথে সাথে সম্পদও বৃদ্ধি পাবে।

প্রসন্ন হন দেবী

৫) দেবী সরস্বতীকে হলুদ রঙের ভোগ নিবেদন করুন। তাতে দেবী প্রসন্ন হন।


'বসন্ত পঞ্চমী'তেই দেবীর জন্ম

প্রচলিত বিশ্বাস, 'বসন্ত পঞ্চমী'তেই দেবী সরস্বতীর জন্ম। ভগবান বিষ্ণুর আদেশে পিতা ব্রহ্মা মানুষ সৃষ্টি করেছিলেন। কিন্তু ব্রহ্মা তাঁর সৃষ্টিতে সন্তুষ্ট ছিলেন না। তখন ব্রহ্মা তাঁর কমন্ডুল থেকে একটি গাছে জল ছিটিয়ে দেন। গাছের উপর সেই জলের ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গেই দেবী সরস্বতী আবির্ভূত হন। তাঁর এক হাতে ছিল বীণা। আর অন্য হাতে বই। তৃতীয় হাতে ছিল মালা। আর চতুর্থ হাতে ছিল বরদ মুদ্রা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.