গভীর রাতে বাড়িতে ঢুকল চোর, বিষ্ণুপুরে বৃদ্ধাকে 'ধর্ষণ'!

 


ODD বাংলা ডেস্ক:  বাড়িতে চুরি করতে এসে 'ধর্ষণ' (Rape)। তাও আবার বৃদ্ধাকে! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। তদন্তে নেমেছে পুলিস।


কীভাবে এমন চাঞ্চল্যকর ঘটনা? স্থানীয় সূত্রে খবর, গতকাল, শনিবার ঘরে একাই ছিলেন এক বৃদ্ধা। পাঁচিল বেয়ে ছাদের টালি খুলে ঘরে ঢুকে দুষ্কৃতীরা। এরপর  লুটপাঠ করতে শুরু করে। যখন বাধা দিতে যান, তখন ওই বৃদ্ধাকে ধর্ষণ করা হয়! 'ধর্ষণে'র পর সেলাই মেশিন দুষ্কৃতীরা চম্পট দেয়। 


এদিকে বৃদ্ধার চিৎকার শুনে ছুটে আসেন তাঁর ছেলে ও বউমা। দেখেন, ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। তড়িঘড়ি ওই বৃদ্ধাকে উদ্ধার করা নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার হাসপাতালে। শারীরিক অবস্থা রীতিমতো আশঙ্কাজনক। ইতিমধ্যেই ওই বৃদ্ধার অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। ধর্ষণ ও চুরির মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিস। অভিযুক্তরা পলাতক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.