'সুপারম্যান' বনির হাত ধরে বড় পর্দায় কামব্যাক করছেন কৌশানী

 


ODD বাংলা ডেস্ক:  বড় পর্দায় কামব্যাক করছেন কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। রিনো দত্তের (Rino Dutta) আগামী ছবি ‘সুপারম্যান’-এর (Superman) হাত ধরে কৌশানি ফিরছেন সিলভার স্ক্রিনে। বহু দিন পর ফের অভিনেতা বনি সেনগুপ্তর (Bonny Sengupta) সঙ্গে ধরা দেবেন কৌশানী। রিয়াল লাইফের হিট কাপল আবার রিল লাইফে!

  

ছবিতে সুপারম্যানের চরিত্রে রয়েছেন বনি। যাঁর জীবনে সুপারম্যান হয়ে ওঠার পিছনে দুটি নারীর অবদান গুরুত্বপূর্ণ। এই দুই নারীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ইশানী ও কৌশানি। 

 

ছবিতে কৌশানীকে দেখা যাবে রিপোর্টারের চরিত্রে। একজন সাধারণ ছেলের সুপারম্যান হয়ে ওঠার পিছনে থাকবে যাঁর গুরুত্বপূর্ণ  অবদান।  


প্রতিটি মানুষই সুপারম্যান হয়ে উঠতে পারেন তাঁর কাজে। তেমনই প্রান্তিক নামের এক গ্রামের ছেলের সুপারম্যান হয়ে ওঠার গল্প নিয়েই তৈরি হচ্ছেন রিনো দত্ত। 

  

ছবি মুক্তি পাবে 'অমিত আচার্য ফিল্মস'-এর ব্যানারে। প্রযোজক হিসাবে থাকছেন অমিত আচার্য। তবে সুপারম্যান হয়ে ওঠার ইচ্ছা শুধু ছেলেটি একার মধ্যে সীমাবদ্ধ রাখবে না, চারপাশের মানুষের মধ্যেও সে ছড়িয়ে দেবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.