ঝড়ে উপড়ে গেল 'নিউটনস অ্যাপল ট্রি’

 


ODD বাংলা ডেস্ক: ইউনিস ঝড়ে উপড়ে গেছে কেমব্রিজ ইউনিভার্সিটি বোটানিক গার্ডেনে অবস্থিত নিউটনের আপেল গাছ।


বাগানের কিউরেটর ড. স্যামুয়েল ব্রকিংটন বলেন, ১৯৫৪ সালে রোপন করা গাছটি ৬৮ বছর ধরে বোটানিক গার্ডেনের প্রবেশপথে দাঁড়িয়ে ছিল।


স্যার আইজ্যাক নিউটন যেই গাছের নিচে বসে মহাকর্ষ সূত্র আবিষ্কারের অনুপ্রেরণা পান, সেই গাছেরই ক্লোন ছিল বোটানিক গার্ডেনের গাছটি।


বোটানিক গার্ডেন জানিয়েছে, তাদের কাছে গাছটির আরও একটি ক্লোন রয়েছে যা শীঘ্রই বাগানের অন্য জায়গায় রোপন করা হবে।


মূল গাছটি লিঙ্কনশায়ারের উলসথর্প ম্যানরে অবস্থিত।


১৯ শতকে ঝড়ো হাওয়ায় গাছটি উপড়ে গেলেও গ্রাফটিং এর মাধ্যমে বংশবিস্তার করে এখনও সেটির বেশ কয়েকটি ক্লোন টিকে আছে।


ড. ব্রকিংটন বলেন, বিশ্লেষণে দেখা গেছে বোটানিক গার্ডেনের গাছটিসহ কেমব্রিজের আরও তিনটি গাছ নিউটনের আসল আপেল গাছের ক্লোন ছিল।


"গ্রাফটিং এর মাধ্যমে নিউটনের আপেল গাছটি আমাদের সংগ্রহে থাকবে বলে আশা করছি," যোগ করেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.