আত্মপ্রকাশের প্রথম দিনেই বাজিমাত করলো ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া


 

ODD বাংলা ডেস্ক: বিদ্বেষমূলক মন্তব্য এবং হিংসা ছড়ানোর অভিযোগে একাধিক সোশ্যাল মিডিয়া ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল। বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। এবার নিজেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে এলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।


সোমবার (২১ ফেব্রুয়ারি) এই নতুন মঞ্চের আত্মপ্রকাশ হয়। নাম রাখা হয়েছে ‘ট্রুথ সোশ্যাল’।


সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’-এর এক এগজিকিউটিভ একটি পোস্টে এই ঘোষণা করেছেন।


এর আগে গত বছরের অক্টোবরে ট্রাম্প প্রথমবার এই নতুন প্ল্যাটফর্ম আনার কথা জানিয়েছিলেন। বলেছিলেন, ‘নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসছে টেক জায়ান্টদের একছত্র অধিকারকে চ্যালেঞ্জ জানাতে। এই প্ল্যাটফর্ম হবে নিরপেক্ষ। সকলে নিজেদের মতামত জানাতে পারবেন।’ অ্যাপলের অ্যাপ স্টোরে অ্যাপটি পাওয়া যাবে।


এদিকে ডোনাল্ড ট্রাম্পের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ বাজারে আসতেই গড়ল নতুন নজির। অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ এখন ‘ট্রুথ সোশ্যাল’।


তবে নজির গড়ার পাশাপাশি প্রথম দিন সমস্যাও তৈরি করেছে নতুন অ্যাপ। প্রযুক্তিগত ত্রুটির কারণে এখানে নাম রেজিস্ট্রেশন করাতে সমস্যা হয়েছে বহু ইউজারের। আবার অনেকে মেসেজও পান ওয়েটলিস্টে থাকার অনুরোধ জানিয়ে। সেখানে তাদের জানানো হয়েছে, অত্যধিক চাহিদার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.