শুধু লেখার সময় মেনে চলুন এই কৌশল পদ্ধতি,খারাপ হাতের লেখাও দেখতে লাগবে মুক্তোর মত

 


ODD বাংলা ডেস্ক: ছোটবেলা থেকেই হাতের লেখার প্রতি যত্নশীল হতে বলা হয় প্রত্যেক ছাত্র-ছাত্রীদের। খারাপ হাতের লেখা পড়াশোনার ক্ষেত্রে অথবা চাকরির ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। ছোটবেলা থেকেই যদি আপনি আপনার হাতের লেখার প্রতি যত্নশীল হোন তাহলে অদূর ভবিষ্যতে আপনার লেখার প্রতি আগ্রহ জন্মাবে সকলের। কিন্তু অনেক সময় যত্নশীল হলেও হাতের লেখা ভালো হয় না অনেকের। এমত অবস্থায় কিছু কৌশল আজ আপনাদের বলব যার ফলে আপনি অদূর ভবিষ্যতে আপনার হাতের লেখা ভালো করতে পারবেন খুব সহজেই।


১) লেখার সময় সঠিক ভঙ্গি আপনাকে জানতে হবে। শুয়ে অথবা দাড়িয়ে লিখলে হবে না। স্টাডি টেবিলে বসে অথবা চেয়ার টেবিলে বসে লেখালেখি করলেই তবে হাতের লেখা ভালো হবে। লেখার সময় কলম অথবা পেন্সিল শক্ত করে না ধরে হাল্কা করে চাপ দিয়ে লিখতে হবে।


২) খুব তাড়াতাড়ি লিখলে হাতে লেখা বাজে হয়ে যায়। ধীরে ধীরে ধৈর্য সহকারে লেখা অভ্যাস করতে হবে। প্রথমে ধীরে ধীরে লিখে তারপর লেখার গতি বাড়াতে হবে আপনাকে।


৩) দুটি শব্দের মধ্যে সমান ব্যবধান রাখার চেষ্টা করবেন। এতে আপনার হাতের লেখা পরিষ্কার এবং সমান দেখাবে। ঘনঘন কেটে দিয়ে অথবা ওভাররাইট করার প্রয়োজন হবে না আপনার। প্রতিদিন পেন্সিলে দুটি পাতা হাতের লেখা লেখার অভ্যাস করুন। সেইসঙ্গে প্রত্যেকদিন একই কলম দিয়ে লেখার অভ্যাস করবেন।


৪) যদি মুক্তার মত হাতের লেখা তৈরী করতে চান তাহলে প্রত্যেকদিন বালি অথবা চালের উপর হাতের লেখা লেখার চেষ্টা করুন আঙ্গুল দিয়ে, এটি বিশেষত শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য।উক্ত নিয়ম গুলি মেনে চললে অদূর ভবিষ্যতে আপনি সুন্দর হাতের লেখার অধিকারী হতে পারবেন খুব সহজে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.