আতঙ্ক বাড়িয়ে ফের বাড়ছে ডেঙ্গি! বিপজ্জনক তালিকায় রাজ্যের ৪৩ পুরসভা!


ODD বাংলা ডেস্ক: ডেঙ্গির (Dengue) নিরিখে রাজ্যের ৪৩টি পুরসভাকে সবচেয়ে বিপজ্জনকের তালিকায় ফেলল স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি। এই ৪৩টি পুরসভার মধ্যে শুধু উত্তর ২৪ পরগনাতেই রয়েছে ২৬ টি পুরসভা। মাঝারি বিপদের তালিকায় আরও ৮৩টি পুরসভা এলাকা। গত বছরের নিরিখে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। 

এছাড়াও হাওড়া পুর এলাকা, হুগলি পুর এলাকাও রয়েছে তালিকায়। সেই সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি পুরসভা এলাকাও রয়েছে ডেঙ্গি উদ্বেগের তালিকায়। প্রত্যেক মরশুমেই ডেঙ্গির প্রকোপের সঙ্গে মোকাবিলা করা রাজ্য সরকার বিশেষ করে কলকাতা পুরনিগম ও তার আশেপাশের এলাকাগুলির জন্য একটি বড় চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়ায়। 


বিগত দুই বছরে সেই চ্যালেঞ্জ আরও বেড়েছে। কারণ, একদিকে করোনার ধাক্কা সামাল দিতে হয়েছে, আবার সেই সঙ্গে ডেঙ্গির প্রকোপ যাতে রাজ্যে না বাড়ে সেই দিকে নজর দিতে হয়েছে। গত মরশুমেও ডেঙ্গির কবলে পড়ে অনেকের প্রাণ গিয়েছে। ডেঙ্গি মোকাবিলায় প্রথম যা করণীয়, তা হল এলাকায় এবং বাড়ির আশেপাশে জল জমতে না দেওয়া। মূলত বদ্ধ জমা জলেই ডেঙ্গির মশার বিস্তার ঘটে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.