মূল্যবৃদ্ধির আঁচ এবার জলখাবারে, বাড়ল ম্যাগির দাম

Odd বাংলা ডেস্ক: সম্প্রতি দেশজুড়ে একাধিক ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে দাম বাড়তে চলেছে নিত্য দিনের নিত্যপ্রয়োজনীয় চা-কফি এবং ম্যাগির দাম। CNBC TV-18-এর সূত্রের খবর, নেসলে ইন্ডিয়া ম্যাগি নুডলসের দাম ৯ থেকে ১৬ শতাংশ বাড়িয়েছে। ম্যাগির পাশাপাশি, নেসলে ইন্ডিয়াও তার দুধ এবং কফি পাউডারেরও দাম বাড়িয়েছে বলে খবর।

জানা গিয়েছে, ম্যাগি মশলা নুডলস ৭০ গ্রাম এর দাম আগে ১২ টাকা ছিল, এবার তা ১৪ টাকা হবে। অন্যদিকে, ম্যাগি মশলা নুডলস এর ১৪০ গ্রাম এর দাম ৩ টাকা বা ১২.৫ শতাংশ বাড়ানো হয়েছে। এছাড়াও 5৬০ গ্রাম প্যাকের দাম হবে ১০৫ টাকা, আগে ছিল ৯৬ টাকা। দাম প্রায় ৯.৪ শতাংশ বেড়ে গিয়েছে।          

নেসলে মিল্ক-এর ১ লিটার কার্টনের দাম বর্তমান দামের চেয়ে  ৪ শতাংশ বেশি হতে চলেছে। ৭৫ টাকা থেকে বেড়ে দাম হতে চলেছে ৭৮ টাকা। নেসক্যাফে ক্লাসিক কফি পাউডারের দাম ৩-৭ শতাংশ বাড়ানো হয়েছে। নেসক্যাফে ক্লাসিক ২৫ গ্রাম প্যাকের দাম ২.৫ শতাংশ বেড়ে ৭৮ টাকা থেকে ৮০ টাকা হচ্ছে। নেসক্যাফে ক্লাসিক ৫০ গ্রাম প্যাকের দাম ১৪৫ টাকা থেকে ৩.৪  শতাংশ বেড়ে ১৫০ টাকা হয়েছে, এমনটাই জানা গিয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.