RCB -র অধিকারে রয়েছে আইপিএলের দারুণ রেকর্ড

২০১৩ সালের পর এই প্ৰথমবার আইপিএলে একজন সাধারণ ব্যাটসম্যান হিসেবে খেলতে নামবেন বিরাট কোহলি। নেতৃত্ব ছেড়ে এবারই বিরাটকে প্ৰথমবার দেখা যাবে ডুপ্লেসিসের অধিনায়কত্বে খেলতে। ২০১৩ থেকে ২০২১ আরসিবির একমাত্র প্লেয়ার হিসাবে নিয়মিত খেলে গিয়েছেন আইপিএলে। কোহলির নেতৃত্বে টানা আট মরসুম আইপিএল ট্রফি জিততে পারেনি আরসিবি। তবে ট্রফি জিতলেও কোহলির নেতৃত্বে ভরসা রেখেছে আরসিবি ম্যানেজমেন্ট। কোহলি ইচ্ছা করলে অধিনায়ক হিসেবে টানা খেলে যেতে পারতেন, তবে গত আইপিএলের পরেই কোহলি নেতৃত্বের হটসিট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। IPL-এ এক মরশুমে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে RCB -র খেলোয়াড় বিরাট কোহলি দখলে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.