শুরু হচ্ছে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন, কীভাবে করবেন জানুন


ODD বাংলা ডেস্ক: আগামী ৩০ জুন থেকে শুরু হতে চলেছে এবছরের অমরনাথ যাত্রা। করোনা অতিমারির কারণে স্থগিত রাখা হয়েছিল এই যাত্রা। ৪৩ দিনের এই যাত্রা এবছর শুরু হতে চলেছে জুন মাসের শেষে। জম্মু ও কাশ্মীরের লেফটেনান্ট গর্ভনর অফিস এদিন টুইট করে বিষয়টি জানিয়েছে। শ্রী অমরনাথজি শ্রিন বোর্ডের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, এবছর ১১ এপ্রিল থেকে শুরু হবে নাম রেজিস্ট্রেশন। অনলাইনে মিলবে নাম নথিভুক্তিকরনের সুযোগ। একবারে এই যাত্রায় যাওয়ার সুযোগ পাবেন ২০ হাজার জন মানুষ। ১৩ বছরের নীচে, ৭৫ বছরের বেশি বয়সী এবং কোনও গর্ভবতী মহিলাকে যাত্রার অনুমতি দেওয়া হবে না। যাত্রার জন্য মেডিক্যাল ফিট সার্টিফিকেট অবশ্যই লাগবে। কোভিড প্রোটোকল মেনেই হবে যাত্রা। প্রতি বছর শীতে গুহার ছাদ থেকে জল চুঁইয়ে পড়ে বরফ জমে তৈরি হয় এই শিবলিঙ্গ। দলে দলে শিবভক্ত মানুষ ওই নৈসর্গিক দৃশ্য দেখতে কঠিন রাস্তা পেরিয়ে হাজির হন সেখানে।


প্রথমে ২০১৯ সালে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর উপত্যকার অশান্ত পরিস্থিতির জন্য বাতিল হয় যাত্রা। পরের দুই বছর অমরনাথ যাত্রা-এ বাধা হয়ে দাঁড়ায় করোনা অতিমারি। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মহাদেবের অন্যতম পবিত্র তীর্থস্থান অমরনাথ। শ্রীনগর থেকে ১৪১ কিলোমিটার দূরে অবস্থিত অমরনাথ। সমুদ্রতল থেকে ৩৮৮০ মিটার উঁচুতে অবস্থিত অমরনাথ। অমরনাথ যাত্রা ঘিরে রয়েছে নিরাপত্তার কড়াকড়ি। ২৪ ঘণ্টা সিসিটিভি এবং ড্রোনের নজরদারি চলবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.