ঘরোয়া টোটকায় দূর করেন মুখের ব্ল্যাকহেডস!

 


ODD বাংলা ডেস্ক: চকচকে উজ্জ্বল ত্বক সবারই কাম্য। ব্রণসহ হোয়াইটহেড এবং ব্ল্যাকহেডের সমস্যা যথেষ্ট বেশি পরিমাণে ভোগায় তৈলাক্ত ত্বকের অধিকারীদের। কিন্তু সামান্য ঘরোয়া টোটকা ব্যবহার করেই এর হাত থেকে নিস্তার মিলতে পারে। সাধারণত


নাক, গাল এবং থুতনিতে এই সমস্যা বেশি হয়। জানেন কি, রান্নাঘরের তিনটি উপাদান ব্যবহারেই ব্ল্যাকহেডের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। চলুন তবে জেনে নেয়া যাক পদ্ধতিটি-


একটি পাত্রে গুঁড়ো করা ওটস নিন। এর মধ্যে কলা এবং মধু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখের সব জায়গায় সমান ভাবে মেখে নিন। এবার গোলাকার ভাবে ৫ থেকে ৭ মিনিট হাল্কা হাতে ম্যাসাজ করুন। সবশেষে কুসুম গরম জল দিয়ে ধীরে ধীরে তুলে ফেলুন। এরপরে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।


ওটস মৃত কোষ এবং ময়লা পরিষ্কার করতে সক্ষম। মধু মশ্চারাইজিং উপাদান হিসেবে ত্বকের উপরে কাজ করে। এর মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান থাকে। কলা ত্বকের আর্দ্রতাকে ধরে রাখতে সাহায্য করে। এই সামান্য তিনটে উপাদান ব্যবহারেই আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে সহজেই। সেইসঙ্গে দূর হবে ব্রণসহ হোয়াইটহেড এবং ব্ল্যাকহেডের সমস্যাও। ভালো ফল পেতে সপ্তাহে দু’দিন এই পদ্ধতিটি অনুসরণ করুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.