খুব সাবধান! বালিশ থেকেই ফুসফুসের নানা রোগ
ODD বাংলা ডেস্ক: সারাদিনের ক্লান্তি শেষে সবাই চায় একটু স্বস্তির ঘুম। নরম বিছানা আর আরামদায়ক বালিশ ভালো ঘুমের অন্যতম অনুষঙ্গ। আরামদায়ক বালিশ না হলে ঘুমের ব্যাঘাত ঘটবেই। এই আরাম আয়েশের শেষ আশ্রয় বলে যাকে জানেন, তার পেটে পেটে যে কতটা খতরা লুকিয়ে রয়েছে, সে খবর রাখেন কি?
বালিশ। আপাত নিরীহ এই আইটেমটি থেকেই দেখা দিতে পারে জটিল লাং-ব্যামো। বালিশের অন্দরে এমন কিছু অতিক্ষুদ্র ফাঙ্গাস জন্ম নেয় এবং বেড়ে ওঠে, যারা আপনার ফুসফুসকে কাবু করে ফেলতে পারে অতি সহজেই। ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার ২০০৫ সালেই তাদের জার্নালে জানিয়েছিল যে, বাড়ির বালিশেই এত রকমের গোলমেলে পদার্থ থাকে, যাদের থেকে পরিত্রাণ পাওয়াই দুষ্কর। পরে এই বিষয়ে আরও গবেষণা চলেছে।
সম্প্রতি জানা গিয়েছে, অ্যাসপেরজিলাস স্পোর নামে পরিচিত এই ছত্রাক প্রাথমিকভাবে অ্যালার্জি তৈরি করে। সেই পর্যায়ের লক্ষণ হল কাশি। যাঁদের হাঁপানি আছে, তাঁদের অবস্থার দ্রুত অবনতি ঘটতে পারে এর প্রকোপে। এবং একটা পর্যায়ের পরে তা নিরাময়-অযোগ্য অবস্থাতেও পৌঁছতে পারে।
Post a Comment