মাধ্যমিক চলাকালীন ইন্টারনেট বন্ধ থাকবে? জেনে নিন হাইকোর্টের নয়া নির্দেশ


ODD বাংলা ডেস্ক: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে কলকাতা হাই কোর্টে হলফনামা জমা দিল রাজ্য সরকার। এই সিদ্ধান্তে প্রযুক্তিগত ত্রুটি রয়েছে বলেই দাবি মামলাকারীর। কারণ, যেকোনও মুহূর্তে ১৪৪ ধারা জারি করে রাখা যায় না। তাই মাধ্যমিক চলার সময় ইন্টারনেট বন্ধ রাখা উচিত নয় বলেই দাবি তাঁর। 

মামলাকারীর কথা শোনার পর হাই কোর্টের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকার চাইলে ইন্টারনেট বন্ধ রাখতেই পারে। তবে সেক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করে পদ্ধতিগত ত্রুটি শুধরে নিতে হবে রাজ্য সরকারকে। ১৪৪ ধারার কথা উল্লেখ না করে স্পর্শকাতর এলাকায় মাধ্যমিকের সময় ইন্টারনেট বন্ধ রাখার কথা জানিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করতে হবে।

প্রশ্ন ফাঁস রুখতে মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে সকাল ১১টা থেকে বিকেল ৩.১৫ পর্যন্ত কিছু স্পর্শকাতর এলাকায় ইন্টারনেট নিয়ন্ত্রণ করার সিদ্ধান্তও নেওয়া হয়। সূত্রের খবর, মূলত মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম এবং দার্জিলিংয়ের একাধিক জায়গায় ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়। রাজ্য সরকারের তরফ থেকে বৃহস্পতিবার হলফনামা জমা দেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতেই নতুন বিজ্ঞপ্তি জারি করে ফের স্পর্শকাতর এলাকাগুলিতে ইন্টারনেট বন্ধ রাখার বিষয়ে শর্তসাপেক্ষে সায় দেয় আদালত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.