এক মিনিটে ৩৫২ গ্রাম চিকেন নাগেট খেয়ে বিশ্বরেকর্ড তরুণী

 


ODD বাংলা ডেস্ক: খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। আর জিভে জল আনা খাবার হাতের সামনে পেলে তো কথাই নেই। সোশ্যাল মিডিয়া ঘাঁটলে দেখতে পাওয়া যাবে এমন হরেক রকমের ভিডিও। কেউ হাসতে হাসতে খাচ্ছেন। কেউ খেয়ে হাসছে। 

আবার কারো ঝালের চোটে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এমন অনেক কিছু। তবুও ভোজনপ্রিয় মানুষ আর ভোজন করার রেকর্ডের মধ্যে কিছুটা হলেও পার্থক্য রয়েছে। তেমনই এক রসিকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক।


এই ভোজনরসিকের নাম লিহ শাটকেভার। তিনি ইংল্যান্ডে বাসিন্দা। পটাপট পটাপট চিকেন নাগেট খেয়ে গিনেসে নাম তুলেছে লিহ। ভাবছেন, এ আর এমন কী? চিকেন নাগেট খাওয়া কী খুব কষ্টের? কষ্টের মোটেই নয়। তবে ৩৫২ গ্রাম চিকেন নাগেট এক মিনিটে খাওয়া যে খুব সহজ নয়, সেটা আর বলার অপেক্ষা রাখে না। 


গিনেসের প্রতিবেদন অনুসারে, এক মিনিটে ২৯৮টি চিকেন নাগেট খেয়ে বিশ্বে নয়া কীর্তি স্থাপন করেছিলেন অকল্যান্ডের নীলা জিসার। সেটা ২০২০ সালের নভেম্বর। লিহ শাটকেভারের প্রথমে মনে হয়েছিল, তিনি হয় তো নীলার রেকর্ড ভাঙতে পারবেন না। ফলাফল প্রকাশ হতেই আনন্দে লাফিয়ে ওঠেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.