নারকেল তেলের পরিবর্তে চুলে মেখে দেখুন নারকেলের দুধ

 


ODD বাংলা ডেস্ক: আবহাওয়ার পরিবর্তন ঘটলেও শীতের রুক্ষ হাওয়া ছাপ ছেড়েছে আপনার চুলের স্বাস্থ্যে। জৌলুস হারিয়ে একেবারে প্রাণহীন হয়ে পড়েছে চুল। সমস্যা বাড়িয়েছে মাথার ত্বক চুলকানির ভাব। হাজারো ঘরোয়া পরিচর্যায়ও ফল মেলেনি। এই অবস্থায় নারকেল তেল ব্যবহার করতে পারেন। নারকেলে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন ও লউরিক অ্যাসিড। তাই ন্যাচারাল ময়শ্চারাইজিং ও হেয়ার স্ট্রেন্থেনিং হিসেবে এই নারকেল তেলের জুড়ি মেলাভার। তবে অনেকেই মাথায় তেল লাগাতে পছন্দ করেন না। সেক্ষেত্রে তেলের বদলে নারকেলের দুধ ব্যবহার করতে পারেন। সপ্তাহে অন্তত একবার এই নারকেলের দুধ দিয়ে চুলের পরিচর্যা করলে চুলের হারানো স্বাস্থ্য ফিরে আসবে। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন নারকেলের দুধ-


নারকেলের দুধ দিয়ে তৈরি করে ফেলুন হেয়ার কন্ডিশনার

উপকরণ


নারকেলের দুধ- ৪ টেবিলস্পুন


অ্যালোভেরা জেল- ১ টেবিলস্পুন


অলিভ অয়েল- ১ টেবিলস্পুন


কীভাবে ব্যবহার করবেন


নারকেল কুড়িয়ে তাতে জল মিশিয়ে নারকেলের দুধ বানিয়ে নিন।


এবার একটি পাত্রে সবকটি উপকরণ মিশিয়ে দিন। চুলের দৈর্ঘ্য অনুযায়ী নারকেলের দুধের পরিমান কম বেশি করতে পারেন।


সব শেষে এই মিশ্রণ মাথার ত্বকে ও চুলে ভাল করে লাগিয়ে নিন। মিশ্রণটি ৩০ মিনিট মাথায় রেখে দিন।


এরপর ইষদুষ্ণ জলে প্রথমে মাথা ও চুল ধুয়ে নিন এবং মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথা পরিষ্কার করে নিন।


নারকেলের দুধ দিয়ে অ্যান্টি ড্যান্ড্রাফ মাস্ক ব্যবহার করুন

উপকরণ


নারকেলের দুধ- ৪ টেবিলস্পুন


নিম পাতা বাটা- ২ টেবিলস্পুন


কীভাবে ব্যবহার করবেন


একটি পাত্রে সবকটি উপকরণ ভাল করে মিশিয়ে নিন


মাথায় ও চুলে এই মিশ্রণ ভাল করে লাগিয়ে নিন।


অন্তত তিরিশ মিনিট এই মিশ্রণ মাথায় রেখে প্রথমে ইষদুষ্ণ জলে ধুয়ে শ্যাম্পু করে নিন।


নারকেলের দুধ দিয়ে তৈরি করে ফেলুন অ্যান্টি-হেয়ার ফল মাস্ক

উপকরণ


নারেকেলের দুধ- ৪ টেবিলস্পুন


পেঁয়াজের রস- ১ টেবিলস্পুন


মেথির গুঁড়ো- ১ টেবিলস্পুন


কীভাবে ব্যবহার করবেন


সবকটি উপকরণ একটি পাত্রে ভাল করে মিশিয়ে নিন।


এবার এই মিশ্রণটি ভাল করে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত মালিশ করে নিন।


এই মিশ্রণটি অন্তত ৩০ মিনিট মাথায় লাগিয়ে রাখুন। এবার হালকা গরম জলে মাথা ধুয়ে নিন।


সব শেষে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.