এটাই ভারতের শেষ দোকান, রয়েছে দেশের একেবারে সীমান্তে


ODD বাংলা ডেস্ক: জানেন কি ভারতের শেষ সীমানায় রয়েছে ভারতের শেষ দোকান। কি, অবাক হচ্ছেন তো? সত্যিই রয়েছে 'হিন্দুস্তান কি অন্তিম দুকান', যার বাংলা অর্থ 'ভারতের শেষ দোকান'।

সম্প্রতি আনন্দ মাহিন্দ্রা টুইটারে 'ভারতের শেষ দোকান'-এর ছবি শেয়ার করেছেন। পাশাপাশি সেই দোকানে এক কাপ চা খাওয়া ও সেলফি তোলার ইচ্ছাও জানিয়েছেন।

কিন্তু জানেন কি দোকানটি কোথায়?

দোকানটি উত্তরাখণ্ডের চামোলি জেলায়। এটি ওই জেলার সীমান্তবর্তী মানা গ্রামে ভারতের শেষ চায়ের দোকান। এটির মালিক চন্দর সিং বাডওয়াল (Chander Singh Badwal)। জানা গিয়েছে, চায়ের দোকানটি তিনি ২৫ বছর আগে শুরু করেছিলেন। এই দোকানটি পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয়। ট্রেকিং করতে আসা পর্যটকেরা এই দোকানের চা এবং ম্যাগি খেতে যথেষ্টই পছন্দ করেন।

আরও আশ্চর্যের বিষয় এই যে, এই গ্রামের যোগ রয়েছে মহাভারতের সঙ্গে

পর্যটকেরা জানিয়েছেন, মানা গ্রামের পুরনো নাম মণিভদ্রপুরম। স্থানীয় লোকেরা মহাভারতের সঙ্গে এই গ্রামের যোগ রয়েছে বলেও দাবি করেন। আনন্দ মাহিন্দ্রার টুইটে কমেন্ট বক্সে নেটিজেনরা ইত্যাদি নিয়ে আলোচনা শুরু করেছেন। কথিত আছে এই পথ দিয়ে পাণ্ডবরা স্বর্গে গিয়েছিলেন। গ্রামের কাছে একটি বোর্ডে লেখা, এটাই ভারতের শেষ গ্রাম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.