কী করে বুঝবেন আপনার অণ্ডকোষে কোন সমস্যা নেই?
ODD বাংলা ডেস্ক: অণ্ডকোষ পুরুষ প্রজননতন্ত্রের সব থেকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অঙ্গ। এটাই ছেলেদের শরীরের সবচেয়ে সংবেদনশীল স্থান। সুতরাং এ সম্পর্কে জেনে রাখা দরকার।
সঠিক জ্ঞান না থাকার জন্য অনেক সময়েই অণ্ডকোষ নিয়ে চিন্তা তৈরি হয়। কিন্তু কোনটা স্বাভাবিক, কোনটা অস্বাভাবিক জানা থাকলে চিন্তুামুক্ত হওয়া যায়। একই সঙ্গে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া যায়। দেখা যাক কী কী প্রশ্ন তৈরি হয় মনে এবং তার উত্তর কী—
১। ঠিক কেমন হওয়া উচিত অণ্ডকোষের আয়তন?
জন্মের সময়ে এটা সাধারণত ২ থেকে ৩ ইঞ্চি লম্বা হয়। চওড়ায় ১ ইঞ্চি।
২। কালো রং-এর হয়ে যায় কেন?
১০ থেকে ১৩ বছর বয়স থেকে বড় হতে শুরু করে। এই সময় কালচে হয়ে যায়। রোম গজাতে শুরু করে এবং কিছুটা শিথিল হয়ে যায়।
৩। একটি অন্যটির থেকে বড় কেন?
চিন্তার কোনও কারণ নেই। এটাই স্বাভাবিক। সবারই বাম অণ্ডকোষ বড়। তবে বেশি ছোট বড় মনে হলে চিকিৎসকের কাছে যাওয়া উচিৎ।
৪। গরম কালে অণ্ডকোষ শিথিল হয়ে যায় কেন?
এটাও চিন্তার বিষয় নয়। অণ্ডকোষের কাজ হল শুক্রাণুর জন্য যথাযথ তাপমাত্রার যোগান দেওয়া। শরীরের উত্তাপ বাড়লে শরীর থেকে দূরত্ব তৈরি করতেই আপনা আপনি তা শিথিল হয়ে যায়।
৫। অণ্ডকোষ কুঁচকে যায় কেন?
এটাও খুব স্বাভাবিক বিষয়। ঠান্ডা বাড়লে শরীরের উত্তাপ নিতেই অণ্ডকোষ কুঁচকে যায়।
Post a Comment