হাইব্রিড কোভিড: নতুন একটি আতঙ্কের নাম, দু’বছরে এটি কোথায় পৌঁছে যেতে পারে জানেন কি
ODD বাংলা ডেস্ক: কোভিড শেষ? একেবারেই তা নয়। এমনই বলছেন বিজ্ঞানীরা। তার কারণ হিসাবে বিজ্ঞানীরা দায়ী করছেন এই Hybrid Covid-কেই।
কী এই Hybrid Covid?
ডেল্টা এবং ওমিক্রনের যুগ্ম সংক্রমণ হল এই হাইব্রিড কোভিড। এর আগে করোনার একটি রূপে কেউ সংক্রমিত হলে, অন্য রূপ শরীরে ঢুকত না। কিন্তু এই প্রথম বার এক সঙ্গে করোনার দু’টি রূপ সংক্রমণ ঘটাচ্ছে শরীরে।
এর আগে বিজ্ঞানীরা মনে করছিলেন, ওমিক্রনের নতুন রূপ ওমিক্রন BA.2 হয়তো মারাত্মক আকার নিতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সেটিকে ছাপিয়ে বেশি মারাত্মক হয়ে উঠল এই হাইব্রিড কোভিড।
কেন এই Hybrid Covid নিয়ে চিন্তা রয়েছে?
বিজ্ঞানীরা বলছেন, ডেল্টা এমনিতেই শরীরকে বেশ কাবু করে দিতে পারে। শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় ডেল্টা সংক্রমণের ফলে। পাশাপাশি ওমিক্রনের সংক্রমণের হার বেশি। আবার ওমিক্রন গলায় সংক্রমণ ঘটায় বেশি। সেখানে ডেল্টা ফুসফুসের ক্ষতি বেশি করে। ফলে এই Hybrid Covid-এ যুগ্ম করোনার আক্রমণে সমস্যা দেখা দিতে পারে।
এই নতুন করোনায় কী কী হতে পারে?
বিজ্ঞানীরা বলছেন, ডেল্টা এবং ওমিক্রনে যা যা উপসর্গ দেখা যেত, এখানে, সেই সবগুলি একসঙ্গে দেখা যেতে পারে। তবে বিশেষ করে তিনটি উপসর্গের কথা বলা হয়েছে।
প্রচণ্ড জ্বর: প্রচণ্ড তাপমাত্রার জ্বর হতে পারে। বুক এবং পিঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা বেড়ে যেতে পারে।
টানা কাশি: টানা এক ঘণ্টা ধরেও কাশি হচ্ছে এই Hybrid Covid-এর সংক্রমণের কারণে। দিনে ২-৩ বার হতে পারে এমন দীর্ঘ সময়ের কাশি।
স্বাদ-গন্ধের বোধ চলে যাওয়া: ওমিক্রনে স্বাদ-গন্ধের বোধ কমে যায়নি। কিন্তু এই Hybrid Covid-এর ক্ষেত্রে তা হচ্ছে। ফলে এদিকেও খেয়াল রাখতে হবে।
বিজ্ঞানীদের বক্তব্য, আগামী দু’বছরের মধ্যে এই Hybrid Covid-ই মারাত্মক আকার ধারণ করতে পারে। করোনা সংক্রমণের হার হয়তো কমে যাবে, কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে এই নতুন করোনা। এ থেকে বাঁচতে নিয়মিত টিকা নেওয়াই ভরসা। দরকার স্বাস্থ্যবিধির বিষয়ে সচেতন হওয়াও। এমনই বলছেন বিজ্ঞানীরা।
Post a Comment