হিজাব বাধ্যতামুলক ধর্মীয় অনুশীলন নয়, জানিয়ে দিল হাইকোর্ট


ODD বাংলা ডেস্ক: হিজাবের পক্ষে আন্দোলনরত পড়ুয়াদের জন্য বিরাট ধাক্কা। হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয়, রায় দিল কর্নাটক হাইকোর্ট। খারিজ হয়ে গেল হিজাব পরা নিষিদ্ধ করার বিপক্ষে হাই কোর্টে দায়ের হওয়া সমস্ত পিটিশন। এর ফলে হাই কোর্টে জয় হল রাজ্য সরকারেরই।

গত ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট তার অন্তর্বর্তী নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের গেরুয়া শাল, স্কার্ফ, হিজাব, ধর্মীয় নিশান বা ওই জাতীয় পতাকা নিষিদ্ধ ঘোষণা করে, যতদিন না চূড়ান্ত রায়দান হচ্ছে। 

মঙ্গলবার রায়দানের পর মনে করা হচ্ছে, মামলাটি যেতে পারে সুপ্রিম কোর্টে। এদিন হাইকোর্ট রায় ঘোষণা করতেই মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই সমস্ত পড়ুয়াদের কাছে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আবেদন করেন। তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশ সমস্ত পড়ুয়াদের মেনে চলা উচিত। ক্লাস বা পরীক্ষা বয়কট করা উচিত নয়। আদালতের নির্দেশ না মেনে অশান্তি করলে প্রশাসন কঠোর পদক্ষেপ করবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.