গলায় অস্ত্রোপচার হবে মদন মিত্রের! ঠিক কী সমস্যা রয়েছে তাঁর
ODD বাংলা ডেস্ক: ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কামারহাটির বিধায়ক তথা তৃণমূল নেতা মদন মিত্র। গলার সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। জানা গিয়েছে মদন মিত্রের গলায় অস্ত্রপচার করা হবে। তাঁর গলায় টিউমার রয়েছে বলেও জানা গিয়েছে। অস্ত্রোপচার করে সেই টিউমারটি বের করা হবে তাঁর গলা থেকে। এমনই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।
জানা গিয়েছে, বুধবার বেলা এগারোটায় মেডিক্যাল বোর্ড মদন মিত্রর শারীরিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসবে।মদন মিত্রের মেডিক্যাল বোর্ডে রয়েছেন নাক-কান-গলা বিশেষজ্ঞ অরুণাভ সেনগুপ্ত ও ডি ঘোষ।এছাড়াও চেস্ট মেডিসিনের সোমনাথ কুণ্ডু, অ্যানাস্থেসিওলজির এ লাহা, মেডিসিনের সৌমিত্র ঘোষ, কার্ডিওলজির সরোজ মণ্ডল, এন্ডোক্রিনোলজির শুভঙ্কর চৌধুরী এবং অ্যানাস্থেসিওলজির দেবব্রত দাস থাকছেন ওই বোর্ডে। সম্ভবত বৃহস্পতিবারই মদন মিত্রের গলায় অস্ত্রোপচার করা হবে।
গত বছর নারদ-কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পরই এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন মিত্র। সেই সময়ই চিকিৎসকরা জানিয়েছিলেন, মদনের গলায় রয়েছে একটি ছোট টিউমার।
Post a Comment