গ্যাস সিলিন্ডার ফেটে মালদহে মৃত্যু শিশুর!


ODD বাংলা ডেস্ক: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল এক শিশুর।জানা গিয়েছে,একটি গবাদি পশুও মারা গিয়েছে। শনিবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার যদুপুর নয়াগ্রামে। ৩ বছর বয়সী মৃত শিশুর নাম তাবরেজ শেখ। পরিবারে রয়েছে বাবা হাবিবুর সেখ ও মা চাঁদনি বিবি। 

বিস্ফোরণের তীব্রতা এতটাই জোরালো ছিল যে বাড়ির ছাদ পর্যন্ত উড়ে যায়। বাড়ির একাধিক দেওয়ালেও ফাটল দেখা গিয়েছে। আশেপাশের একাধিক বাড়ির দেওয়ালেও ফাটল দেখা দেয় বলে অভিযোগ স্থানীয়দের। এইভাবে একরত্তি শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া। প্রতিবেশীরা জানিয়েছেন, বিস্ফোরণের জেরে বাড়ি রান্নাঘরের একাংশে আগুন ধরে যায় এবং ধোঁয়া উঠতে শুরু করে। তীব্র শব্দে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তারাই আগুন নিভিয়ে ফেলার চেষ্টা করেন। ঘটনার খবর পেয়ে নয়াগ্রাম এলাকায় তদন্তে যায় কালিয়াচক থানার পুলিশ। ইতিমধ্যেই বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে পুলিশ। তবে সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

পরিবার ও পুলিশ সূত্রে খবর, আজ সকালে রান্নাঘরের কাছে এই শিশুটি খেলা করছিল। সেই সময় হঠাৎই গ্যাস সিলিন্ডারটি ফেটে বিস্ফোরণ হয়। বাড়ির ছাদ ভেঙে পড়ায় তার নিচে শিশুটি চাপা পড়ে যায়। গুরুতর জখম অবস্থায় প্রথমে ওই শিশুকে উদ্ধার করে স্থানীয় কালিয়াচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মালদা মেডিকেলে স্থানান্তর করা হলে চিকিৎসক ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.