চল্লিশের কোঠায় বয়স। সুপারহিট সব গান গেয়ে এযাবৎকাল বহু লোকের বিয়ের মণ্ডপ মাতিয়েছেন। মিকার গান মানেই বিবাহআসর থেকে রিসেপশন পার্টি সুপারহিট! আর যাঁর গান সেই গায়ক-ই কিনা এখনও ব্যাচেলর! অতঃপর মিকা সিং চললেন পাত্রী খুঁজতে। তবে যে-সে ভাবে নয়! স্বয়ং ‘স্বয়ম্বর সভা’ করে বিয়ের জন্য পাত্রী নির্বাচন করবেন মিকা।
মিকাই অবশ্য প্রথম নন, এর আগেও রাখী সাওয়ান্ত, রাহুল মহাজন, রতন রাজপুতের মতো তারকারা টেলিভিশনের পর্দায় ‘স্বয়ম্বর সভা’ করেছিলেন সঙ্গী খুঁজে নেওয়ার জন্য। এবার মিকা সিং-ও সেই পথেই পা বাড়তে চলেছেন। শোয়ের নাম রেখেছেন ‘মিকা দি ভোতি’। স্টার ভারত চ্যানেলে সম্প্রচারিত হবে মিকার স্বয়ম্বর সভার নানান কাণ্ড। এখানেও প্রতিযোগীরা মিকার ইচ্ছেমতো নানারকম টাস্কের সম্মুখীন হবেন। গায়কের মন জয় করতে পারলেই মিলবে তাঁর সঙ্গে ছাদনাতলায় বসার সুযোগ।
Post a Comment