গত ৮দিনে ৭ বার! পেট্রল-ডিজেলের এই লাগাতার মূল্যবৃদ্ধির শেষ কোথায়...
ODD বাংলা ডেস্ক:গত ৮ দিনে এই নিয়ে ৭ বার। গত এক সপ্তাহে এই নিয়ে তেলের দাম বাড়ল লিটারে ৪ টাকা ৮০ পয়সা। মঙ্গলবার ফের দাম বাড়ল পেট্রল-ডিজেলের। সাম্প্রতিক মৃল্যবৃদ্ধিতে প্রতি লিটার পেট্রলের দাম বেড়েছে ৮৩ পয়সা। ফলে কলকাতায় পেট্রলের দাম বেড়ে হল লিটারপ্রতি ১০৯ টাকা ৬৮ পয়সা। লিটারপ্রতি ডিজেলের দাম বেড়েছে ৭০ পয়সা। ফলে কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম হল ৯৪ টাকা ৬২ পয়সা।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আচমকাই বেড়ে গিয়েছিল। তার প্রভাব পড়েছে দেশের তেলের বাজারেও। স্বভাবতই দামও বেড়েছে। কিন্তু ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন সংঘর্ষ শুরু হলেও ভারতে তেলের দাম বাড়তে শুরু করেছে চার রাজ্যে বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই। ১০ মার্চ ছিল ভোটগণনা। তেলের দাম বাড়তে শুরু করেছে ২১ মার্চ থেকে। তার পর থেকে লাগাতার বেড়েই চলেছে পেট্রল ডিজেলের দাম।
কেন্দ্রের যুক্তি, তেলের দাম নিয়ন্ত্রণের ভার সরকারের হাতে নেই। তাই বিশ্ববাজারে তেলের দাম বাড়লে এখানেও দাম বাড়ে। কিন্তু বিরোধীদের প্রশ্ন, কেন্দ্রীয় সরকারের হাতে যদি দামের রাশ না-ই থাকে তাহলে বিভিন্ন রাজ্যের ভোটের সময় কেন থমকে থাকে দাম, আবার ভোট ফুরোলেই কেন বাড়তে থাকে? উত্তর অধরা।
Post a Comment