এক ধাক্কায় বিরাট বদল পেট্রল-ডিজেলের দামে!
ODD বাংলা ডেস্ক: বিশ্ব বাজারে ক্রুড অয়েলের দাম ১৩০ ডলার প্রতি ব্যারেল পেরিয়ে গিয়েছে ৷ এর জেরে সংস্থাগুলির উপরে তেলের দাম বৃদ্ধি করার চাপ বেড়েই চলেছে ৷ বুধবার তেল সংস্থাগুলির তরফে একাধিক শহরে পেট্রোল ও ডিজেলের দাম বদল করা হয়েছে ৷ তবে এখনই পেট্রোল ও ডিজেলের দাম কোনও বড়সড় বদল করা হয়নি ৷ চেন্নাই-ছাড়া অন্যান্য মহানগর- দিল্লি, মুম্বই ও কলকাতায় অপরিবর্তিত রাখা হয়েছে জ্বালানির দাম ৷
এক ঝলকে চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম-
দিল্লি- পেট্রোল ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা
মুম্বই- পেট্রোল ১০৯.৯৮ টাকা, ডিজেল ৯৪.১৪ টাকা
চেন্নাই - পেট্রোল ১০১.৪০ টাকা, ডিজেল ৯১.৪৩ টাকা
কলকাতা- পেট্রোল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা
যে শহরগুলিতে বদল করা হয়েছে দাম
গুরুগ্রাম- পেট্রোল ৯৫.৫৯ টাকা, ডিজেল ৮৬.৮১ টাকা
নয়ডা- পেট্রোল ৯৫.৭৩ টাকা, ডিজেল ৮৭.২১ টাকা
লখনউ- পেট্রোল ৯৫.২৮ টাকা, ডিজেল ৮৬.৮০ টাকা
পটনা- পেট্রোল ১০৫.৯০ টাকা, ডিজেল ৯১.০৯ টাকা
Post a Comment